Friday, July 30, 2021

ক্যামাট—৩ : ২০২০-২১ এর উত্তরমালা


[] বাংলা:
১—গ, ২—খ, ৩—ক, ৪—গ, ৫—খ, ৬—ক, ৭—খ, ৮—গ, ৯—গ, ১০—গ, ১১—খ, ১২—খ, ১৩—ঘ, ১৪—গ, ১৫—ঘ, ১৬—খ, ১৭—খ, ১৮—খ, ১৯—ঘ, ২০—ঘ, ২১—ক, ২২—ক, ২৩—ঘ, ২৪—খ, ২৫—ঘ, ২৬—ক, ২৭—ক, ২৮—গ, ২৯—গ, ৩০—গ, ৩১—ঘ, ৩২—ক, ৩৩—খ, ৩৪—গ, ৩৫—ঘ, ৩৬—খ, ৩৭—গ, ৩৮—খ, ৩৯—খ, ৪০—গ।

[] English:
1—c, 2—d, 3—c, 4—a, 5—c, 6—a, 7—b, 8—b, 9—b, 10—d, 11—d, 12—c, 13—c, 14—d, 15—b, 16—b, 17—b, 18—c, 19—b, 20—b, 21—d, 22—b, 23—c, 24—d, 25—c, 26—d, 27—d, 28—a, 29—d, 30—d, 31—c, 32—d, 33—c, 34—c, 35—a.

[] তথ্য ও যোগাযোগ প্রযুক্তি:
১—ক, ২—খ, ৩—ক, ৪—ক, ৫—খ, ৬—ঘ, ৭—ক, ৮—ক, ৯—খ, ১০—ঘ, ১১—ক, ১২—খ, ১৩—ক, ১৪—ঘ, ১৫—খ, ১৬—ঘ, ১৭—খ, ১৮—ক, ১৯—ঘ, ২০—খ, ২১—ক, ২২—গ, ২৩—গ, ২৪—ক, ২৫—ঘ।


Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Saturday, May 8, 2021

ক্যামাট— ২ : ২০২০-২১ এর উত্তরপত্র


❑ এমসিকিউ:

[] বাংলা
১—খ, ২—খ, ৩—ঘ, ৪—ক, ৫—ঘ, ৬—গ, ৭—ঘ, ৮—খ, ৯—গ, ১০—ক, ১১—গ, ১২—গ, ১৩—খ, ১৪—গ, ১৫—ঘ, ১৬—গ।

[] English
1—c, 2—b, 3—a, 4—b, 5—a, 6—b, 7—d, 8—b, 9—a, 10—c, 11—d, 12—b, 13—c, 14—c, 15—c, 16—d.

[] সাধারণ জ্ঞান
১—খ, ২—খ, ৩—খ, ৪—গ, ৫—খ, ৬—খ, ৭—গ, ৮—গ, ৯—গ, ১০—গ, ১১—খ, ১২—গ, ১৩—গ, ১৪—খ, ১৫—ক, ১৬—ক, ১৭—খ, ১৮—গ, ১৯—ঘ, ২০—খ, ২১—খ, ২২—খ, ২৩—খ, ২৪—গ, ২৫—খ, ২৬—খ, ২৭—ক, ২৮—ক।


❑ লিখিত:

1. উত্তরমালা—
ক) উত্তর: একজন মায়ের কাছে তার সন্তানের জীবনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সন্তানের সফলতা ও অর্জনের চেয়ে। তাই সন্তান বড় কোনোকিছু অর্জন করতে গিয়ে কষ্ট পাক তা কোনো মা'ই চান না। তাই দেশের জন্য অনশন করতে গিয়ে শেখ মুজিব খুবই দুর্বল হয়ে পড়ার ঘটনায় তার মা ব্যথিত হয়ে পড়েন। তিনি চেয়েছিলেন তার সন্তান যেনো ভালো থাকে; কোনো অর্জনের প্রতি ঝুঁকে পড়ে যেনো এরূপ কষ্ট না পায়। তাই তাকে কিছু বোঝানো যাচ্ছিল না।

খ) উত্তর: শিশুদের একটি মনস্তত্ত্ব হলো, বড়দের প্রিয় জিনিস সম্পর্কে কিছু বলে তাকে উদ্বেলিত করা। আর শেখ মুজিব যেহেতু দেশের প্রতি অনুরাগী ছিলেন এবং শেখ হাসিনা শিশুকালে এটা কিছুটা হলেও বুঝতেন এবং সেই সময়ে তার বাবা রাজবন্দী ছিলেন। তাই তিনি দেশের প্রতি তার নিজের দরদের বিষয়টি বাবার কাছে ফুটে তোলার জন্য এবং  বাবার মনে আনন্দ উচ্ছ্বাসের ঢেউ খেলানোর জন্য প্রথম কথাতেই বলেছিলেন, "আব্বা, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দিদের মুক্তি চাই"।

গ) উত্তর: চিঠিতে এমন কিছু হৃদয়স্পর্শী ও একান্ত সাংকেতিক হৃদয়ের কথা লেখা যায় যার মর্ম শুধু চিঠিটি যাকে লেখা হয়েছে সেই বুঝতে পারে। আর একজন মানুষের অল্প কথার ভেতরের গভীরতা শুধু তার একান্ত কাছের কেহই বুঝতে পারে। আবার এমন কিছু কথা থাকে যা শুধু বন্ধুবান্ধব কিংবা সহধর্মিণীকেই বলা যায়, অভিভাবকদের বলা যায় না, কিংবা বললেও তারা তা অনুধাবন করতে পারেন না। তাই চিঠি পড়েই রেণু বুঝতে পেরেছিলেন যে শেখ মুজিব একটা কিছু করে ফেলবেন।

ঘ) উত্তর: রেণু চিঠি পড়েই বুঝতে পেরেছিলেন যে, শেখ মুজিব ঝুঁকিপূর্ণ একটা কিছু করে ফেলবেন। দেশের খবর শুনেও সেরকমই জানতে পেরেছিলেন। কিন্তু শেখ মুজিবকে দেখতে যাওয়ার কথা শ্বশুরকে লজ্জায় বলতে পারছিলেন না; এরূপ ঘটনাগুলোর ক্ষেত্রে নাসের ছিল তার সাহায্যকারী। নাসের রেণুর দেবর এবং শেখ মুজিবের ছোটভাই। সেসময় নাসের বাড়িতে না থাকায় রেণু তার সাহায্য পাওয়া থেকেও দূরে ছিল।

2. উত্তরমালা—
ক) উত্তর: বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি করা সহজ হয়। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয়। তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়। নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। বৃক্ষ তরতাজা হলেও যদি ফল না থাকে এই তরতাজা হওয়াটা তার কোনো অর্জন নয়। ফলহীন বৃক্ষকে কেউ মূল্যায়ন করে না; তেমনি সুস্বাস্থ্যবান কিন্তু সাফল্যহীন এরূপ মানুষকেও কেউ দাম দেয় না— এই উপলব্ধিবোধটি বৃক্ষকে দেখে খুব সহজেই করা যায়। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই।

খ) উত্তর: সত্যের একটি অনন্য শক্তি আছে। এই শক্তি অপার ও উপলব্ধিময় যা অস্তিত্ব ও সত্তায় মিশে থাকে। কবিতাও তেমনিভাবে অস্তিত্বে মিশে থাকে। কবিতা কিছু ছন্দময় কথামালা হলেও যে ছন্দমালা শুনে কোনো চেতনাবোধ জাগ্রত হয় না কিংবা উপলব্ধিতে কোনো ধাক্কা লাগেনা কিংবা অন্তরে স্পন্দন জাগে না, দেহ শিহরিত হয় না কিংবা জড়তাগ্রস্ত সত্তায় তারূণ্য জেগে উঠে না তা মোটেও কোনো কবিতা নয়। কবিতা কোনো ভুতের গীত নয়, তারুণ্যের আন্দোলনে কবিতাই দেহের শক্তি ও শিহরণ ত্বরান্বিত করে। কবিতার উপযোগ আছে। তাই সত্য কথা যেমন কবিতা, শস্যদানাও কবিতা।

3. উত্তর: হাজার হাজার বছর ধরে স্বপ্ন দার্শনিকদের আকৃষ্ট করেছে, কিন্তু কেবল সাম্প্রতিককালেই স্বপ্ন প্রায়োগিক গবেষণা ও বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয় হয়ে উঠেছে। এমনও তো হতে পারে যে কোনো স্বপ্নের রহস্যময় বিষয়বস্তু প্রায়ই তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে কিংবা তুমি সম্ভবত ভাবছো কেনো সবসময় স্বপ্ন দেখো।

4. নমুনা উত্তর:
প্রণোদনা = আর্থিক প্রণোদনা পেলে তরুণ উদ্যোক্তারা দেশের অর্থনীতিকে দ্রুত এগিয়ে নিতে পারে।
অভিষেক = হোসেন শহীদ সোহরাওয়ার্দীর হাত ধরে বঙ্গবন্ধুর রাজনীতিতে অভিষেক ঘটে।
স্বাচ্ছন্দ্য = আমি তথ্য-উপাত্ত ও ব্যাখ্যা-বিশ্লেষণমনষ্ক শিক্ষকের পাঠ গ্রহণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।
অমোঘ = বেঁচে থাকলে যুদ্ধ করেই টিকে থাকতে হবে এটা জগতের অমোঘ বিধান।
শ্রদ্ধাম্পদ = ইংরেজ আমলে ডিরোজিও বাংলার তরুণ প্রজন্মের একজন শ্রদ্ধাম্পদ ছিলেন।

5. Answer : "Human Rights"

Human rights are those rights that a person is entitled to have as a human being. It includes both basic needs and lawfub rights. The basic needs are food, clothing, shelter, education and medical care. These are the inborn rights to a man. Without any of these.rights the development of a person will be hindered. Even his life may come to an end. On the other hand, there are some rights thát a person is entitled to either as a citizen of a country or as a person .belonging to this world. These rights include being equal before law, freedom of speech, thoughts and conscience, beliefs etc. Freedom of presš is also very important. Again, everyone is entitled to freedom of peaceful assembly and association and a person can move and settle wherever he likes within the state he belongs to. No one shall be forced to be slave or to do any work. Cruel and degrading punishment cannot be given. All persons are entitled to have equal treatment without any discrimination of race, colour, religion, sex, political, social, birth or other status. These are some basic human rights that uphold man's dignity as a human being.

6. Answer :
1) entrepreneurial
2) emerging
3) unconveptionally
4) astonishing
5) willingness

7. Model Answer:
Particularly = This book is particularly written for today's young generation.
Harmonious = My seven year's abroad life was very harmonious with the fundamentals.
Philanthropist = Instinctively Bangabandhu Sheikh Mujibur Rahman was a philanthropist.
Incorporate = After the independence Bangladesh incorporated in Non-Aligned Movement (NAM) in 1973.
Proliferation = The proliferation of his leadership power was like ocean.


Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Thursday, May 6, 2021

প্রশ্ন বিশ্লেষণ ২০১৯-২০! (ক্রমিকসহ)→


❑ এমসিকিউ অংশ—
(ক্রমিক নম্বর সেট-৩ মোতাবেক)

[] বাংলা:
ক. টেক্সট বুক—
সাহিত্যপাঠ- ১, ২, ৫, ৬, ৯™, ১১, ১৪, ১৬ নং = ৮ টি
উপন্যাস- ১০ নং = ১ টি
নাটক- ১২ নং = ১ টি
মোট = ১০ টি
খ. ব্যাকরণ এবং ভাষাজ্ঞান ও দক্ষতা—
• শব্দার্থ— ৮ নং = ১ টি
• বানান— ৭ নং = ১ টি
• সমার্থক শব্দ— ৪ নং = ১ টি
• এক কথায় প্রকাশ— ১৪ নং = ১* টি
• সন্ধি— ১৫ নং = ১ টি
• সমাস— ১৩ নং = ১ টি
• অনুবাদ— ৩ নং = ১ টি
  ~ 'এক কথায় প্রকাশ' এসেছে 'সাহিত্য পাঠ' বই হতে।
মোট = ৬ টি
সর্বমোট : ১০ + ৬ = ১৬ টি।

[] English:
A. Textbook (English for Today)—
No(s) : 3, 4, 6™, 9™, 10, 16
Total = 6 Questions
B. Grammar and Language Knowledge Skills—
• Word meaning— No 6 = 1* Qu
• Synonym— No 14 = 1 Qu
• Correct Spelling— No 13 = 1 Qu
• Appropriate Preposition— No 8 = 1 Qu
• Parts of Speech Selection— No 12 = 1 Qu
• Form of Verb (V1, V2, V3)— No 9 = 1* Qu
• Voice— No 15 = 1 Qu
• Narration— No 2 = 1 Qu
• Meaning of Phrase— No 5 = 1 Qu
• Transformation of Sentence (Assertive to Interrogative)— No 11 = 1 Qu
• Open thinking 'Fill in the gaps'— No 7 = 1 Qu
• Punctuation— No 1 = 1 Qu
  ~ Word meaning এবং Form of Verb এই দুটি প্রশ্ন Textbook হতে এসেছে।
Total = 10 Questions
All Total= 6 + 10 = 16 Questions

[] সাধারন জ্ঞান:
ক. বাংলাদেশ—
      ফানডামেন্টাল— ১, ৬, ৮, ১২, ১৩, ১৬, ১৭, ২৪, ২৫ নং = ৯ টি
      সাম্প্রতিক— ১১, ২৩ নং = ২ টি
মোট = ১১ টি
খ. আন্তর্জাতিক—
      ফানডামেন্টাল— ৭, ২০, ২২, ২৮ নং = ৪ টি
      সাম্প্রতিক— ৩, ৪, ৯, ১৫, ২৬, ২৭ নং = ৬ টি
মোট = ১০ টি
গ. মৌলিক জ্ঞান—
• পৌরনীতি— ৫, ১৮ নং = ২ টি
• ভূগোল— ২ নং = ১ টি
• অর্থনীতি— ১৪ নং = ১ টি
• সামাজিক বিজ্ঞান— ২১ নং = ১ টি
মোট = ৫ টি
ঘ. ICT— ১০, ১৯ নং = ২ টি
সর্বমোট= ১১ + ১০ + ৫ + ২ = ২৮ টি।


❑ লিখিত অংশ—
[] বাংলা:
১. অনুচ্ছেদ (১০ মার্কের প্রশ্ন)— সাহিত্য পাঠ বই এর 'রেইনকোর্ট' গল্প হতে।
২. সপ্রসঙ্গ উদ্ধৃতি ব্যাখ্যা (৫ মার্কের প্রশ্ন)— সাহিত্য পাঠ হতে:
ক) 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধ হতে
খ) 'সাম্যবাদী' কবিতা হতে
৩. বঙ্গানুবাদ করো (৫ মার্কের প্রশ্ন)— English for Today এর Unit—8, Lesson—5 হতে।
৪. বাক্য রচনা (৫ মার্কের প্রশ্ন)— এ শব্দ পাঁচটি 'সাহিত্য পাঠ' বই থেকে কমন এসেছে, তবে এ শব্দগুলো লাইফের সাথে এতো বেশি রিলেটেড যে এগুলো সাহিত্য পাঠ হতে কমন এসেছে একথা না বলাই শ্রেয়।

[] English:
English— এর লিখিতর 20 নম্বরের 20 নম্বরই কমন এসেছে English for Today বই হতে। যথা—
5. Paragraph Writing on 'The significance of Bangabandhu Sheikh Mujibur Rahman's historic speech on 7th March 1971' : Unit—1 > Lesson— 2 (Page—6)
6. Fill in the gaps : Unit—8 > Lesson—1 > Work—2 (Page—94)
7. Sentence Making:
     Heritage : Unit—8 > Lesson—5 > Work—5 > Word—6 (Page—110)
     Empowerment : Unit—5 > Lesson—5 > Work—2 > Line—3 > Word—4 (Page—64)
     Hospitality : Unit—6 > Lesson—1 > Work—2 > Line—3 > Word—1st (Page—68)
    Fascination : Unit—2 > Lesson—4 > Work—2 > Line—4 > Word—4 (Page—26)
    Integrate : Unit—11 > Lesson—4 > Work—2 > Line—8 > Word— last word (Page—143)


♦ পরামর্শ—
২০১৯ সালে এমসিকিউ এবং লিখিত দুই অংশ মিলে উচ্চমাধ্যমিক এর সাহিত্য পাঠ হতে ২৮ মার্কের প্রশ্ন কমন এসেছে এবং English for Today হতে কমন এসেছে ৩১ মার্কের প্রশ্ন। তাই ঢাবি 'খ' প্রস্তুতির জন্য এই দুটি পাঠ্যবই পরিপূর্ণভাবে মস্তিষ্কের স্মৃতিতে রাখতে হবে।

Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Monday, January 18, 2021

ক্যামাট— ১ : ২০২০-২১ এর উত্তরপত্র


❑ এমসিকিউ:

[] বাংলা
১—খ, ২—খ, ৩—খ, ৪—ঘ, ৫—গ, ৬—খ, ৭—গ, ৮—ক, ৯—গ, ১০—ঘ, ১১—খ, ১২—ক, ১৩—খ, ১৪—গ, ১৫—গ, ১৬—গ।

[] English
1—c, 2—b, 3—a, 4—b, 5—b, 6—d, 7—b, 8—d, 9—d, 10—a, 11—b, 12—d, 13—d, 14—b, 15—b, 16—a.

[] সাধারণ জ্ঞান
১—খ, ২—ক, ৩—খ, ৪—গ, ৫—ঘ, ৬—খ, ৭—খ, ৮—ঘ, ৯—ঘ, ১০—ঘ, ১১—গ, ১২—ক, ১৩—খ, ১৪—খ, ১৫—খ, ১৬—গ, ১৭—খ, ১৮—গ, ১৯—গ, ২০—খ, ২১—খ, ২২—খ, ২৩—খ, ২৪—ঘ, ২৫—ক, ২৬—খ, ২৭—গ, ২৮—খ।

❑ লিখিত:

1. উত্তরমালা—
ক) উত্তর: সৌন্দর্য নামক এক অপার শক্তি লোইসেলের ছিল কিন্তু তা প্রয়োগ করে তা থেকে উপযোগ পাওয়ার উপায় তার ছিল না। এই সৌন্দর্য্যের শক্তি তার কোনো কাজে আসেনি। ভেতরে বুলেট না থাকলে শক্তিশালী বন্দুকও যেমন শক্তিহীন তেমনি লোইসেলের বাবার আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তার এই সৌন্দর্য্যের শক্তি প্রয়োগ হতে পারেনি। ফলে কোনো বিশিষ্ট পুরুষের সাথে তার বিয়েও হতে পারেনি। তার সৌন্দর্য হয়েছে শুধুই তার গরীব স্বামীর উপভোগের বস্তু; এতে তার কোনো লাভ হয়নি। ফলে নারীর সর্বাপেক্ষা বড় শক্তি 'সৌন্দর্য' থাকার পরেও সে খুশি ছিল না।

খ) উত্তর: লোইসেল যেহেতু অপরূপ সুন্দরী ছিল তাই সহজাতভাবেই এই সৌন্দর্য্যের অধিকারী হওয়ায় তার মধ্যে একপ্রকার অহংকারবোধের জন্ম হয়েছিল; ফলে তার কাছে নিজেকে অনেক গুরুত্বপূর্ণ ও মূল্যবান ব্যক্তি মনে হয়েছিল এবং সেই যুক্তিতেই তার কাছে মনে হয়েছিল যেহেতু সে অনেক মূল্যবান ব্যক্তি তাই যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেসবের জন্যই তার জন্ম হয়েছে, অর্থাৎ জগতের সব সুন্দর, দামী, সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তুগুলো পাওয়া তার অধিকার।

গ) উত্তর: সুন্দরী হওয়ায় সহজাতভাবেই লোইসেলের মধ্যে এক ভুল বিশ্বাসের জন্ম হয়েছিল যে সুন্দর ও দামী জিনিসগুলোর জন্যই তার জন্ম আর এই ভুল বিশ্বাসই ছিল তার মনোকষ্ট ও আত্মতুষ্টিহীনতার প্রধান কারণ। আসলে মানুষ সুন্দর দেহ নিয়ে কিংবা ধনী পরিবারে জন্ম নিতেই পারে কিন্তু তাতে সুখী হওয়ায় কোনো নিশ্চয়তা নেই, সুখ বস্তুটা প্রভুর অপার দান; প্রভু যাকে এটা দেন শুধু সেই এটা পেয়ে থাকে। পরিশ্রমী কিংবা কর্ম অত্যুৎস্পৃহ হলেও প্রভু কারও নামে যা বরাদ্দ করে রেখেছেন সেই বরাদ্দের অতিরিক্ত কিছু সে অর্জন করতে পারে না। তেমনি সুন্দরী কিংবা ধনবান হলেও প্রভু কারও ভাগ্যে যা রাখেননি সেই সৌন্দর্য বা অর্থের শক্তি দিয়ে তা পাওয়া যায় না। তাই সৌন্দর্য্য কিংবা সম্পদের অধিকারী বলে আমি এই এই জিনিস পাবোই— এরূপ বিশ্বাস করাটা ভুল।

ঘ) উত্তর: লোইসেলের মতো অপরূপ সুন্দরী মেয়েকে আভিজাত্যময় সুন্দর গৃহেই সোভা পায়, গরীবের ভাঙা ঘরে নয়; তাই এই গরীব গৃহে জরাক্লিষ্ট আসবাবপত্রে লোইসেলের নিজেকে খুবই অস্তিত্ব লাগে এবং তার দরিদ্র স্বামীর গৃহের দরিদ্রময় আসবাবপত্র তার আত্মতুষ্ট থাকতে না পারার কষ্টকে বাড়িয়ে দিতো, যেমন— তার বাসকক্ষের দারিদ্র্য, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো এবং সে দুঃখিত ও ক্রুদ্ধ হতো। যে খর্বকায় ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছিল তাকে দেখলেই লোইসেলের মনে বেদনাভরা দুঃখ আর বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠতো।

2. উত্তরমালা—
ক) উত্তর: 'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কোনো ব্যক্তির সক্রিয় হয়ে নিজের কাজ নিজে করার গুরুত্ব প্রসঙ্গে উক্ত উক্তিতে বলেছেন যে 'নিজে নিস্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেতো, তাহলে এই দেশ এতোদিন পরাধীন থাকতো না'। অনেকে গুরুকে ভক্তি করেই নিজের কাজ শেষ মনে করেন ফলে সে ব্যক্তি বা সেই জাতি সিদ্ধি লাভ করতে পারে না। অনেক ব্যক্তি আছেন যারা ধর্মগুরুকে খুব শ্রদ্ধা করেন এবং ধর্মগ্রন্থকে খুব ভক্তি সহকারে যত্ন করে রাখেন, কারণ এটি প্রভুর নির্দেশনামা। কিন্তু সেই গ্রন্থে লেখা ধর্মের বিধানগুলো তারা মেনে চলেন না। ফলে ধর্মের আসল স্বাদ ও সুফল তারা ভোগ করতে পারেন না; এর একমাত্র কারণ নিজে সক্রিয় হয়ে কাজ না করা। বাঙালি যদি সক্রিয় হয়ে জনযুদ্ধ করতো তাহলে পলাশীর যুদ্ধে স্বাধীনতা হারিয়ে এদেশেকে দুইশত বছর পরাধীন থাকতে হতো না।

খ) উত্তর: ঐকতান কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সংকীর্ণতা ও সীমাবদ্ধতার নানা দিক তুলে ধরতে গিয়ে যেসব পংক্তির অবতারণা করেছেন তার মধ্যে অন্যতম একটি পংক্তি হলো 'অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে — সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে'; উক্ত উক্তিতে কবি বুঝাতে চেয়েছেন যে, আমরা অনেক অভিজাত ব্যক্তি আছি যারা নিজেকে খুব বেশি সম্মানিত করে প্রতিষ্ঠিত রাখতে এক নির্বাসিত অবস্থায় নিজেদের বন্দী করে অনেকটা নিঃসঙ্গ একাকী করে রেখেছি অথচ আমরা চাইলেই সাধারণ মানুষের সাথে মিশে আরও অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারতাম এবং আরও বেশি মূল্যবোধ, মানসিক প্রশান্তি ও জীবনবোধের স্নিগ্ধ অনুভূতি পেতে পারতাম। সমাজের এই উচ্চ মঞ্চে বসাটা অনেকটা উঁচু দালানের ভেতরে আবদ্ধ হয়ে সংকীর্ণ জানালা দিয়ে প্রকৃতি দেখার সুখ নেওয়ার মতো, অথচ এই সংকীর্ণতা না থাকলে মুক্ত প্রকৃতিতে এসে উন্মুক্ত প্রকৃতির সুখ উপভোগ করা যেতো।

3. উত্তর: শিশুদের শিক্ষার অধিকার বলতে এটাও বোঝায় যে তারা যে স্কুলে যাবে সেখানে একটি আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশ পাবে যেখানে সবাই আনন্দঘন সময় উপভোগ করবে। শিক্ষকরা হবেন সদয়, যত্নশীল এবং সাহায্যকারী এবং শিশুরা স্বস্তি অনুভব করবে। তাদেরকে কোনো রূঢ় কথা বলা হবে না এবং শিখতে অক্ষমতা সম্পন্ন শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হবে।

4. নমুনা উত্তর:
নেপথ্যে = আমার সফলতার নেপথ্যে ছিল স্বপ্ন ও অনুপ্রেরণা।
মনুষ্যত্ব = তুমি এতো বড় মনুষ্যত্বের পরিচয় কী করে দিলে?
স্থুলবুদ্ধি = স্থুলবুদ্ধির লোককে দিয়ে এতো সুক্ষ্ম পরিকল্পনা করা সম্ভব হবে না।
প্রগলভ = স্যারের সাথে এরূপ প্রগলভ কথাবার্তা বলিও না।
প্রজ্বলিত = আমার ভালোবাসা এক প্রদীপের মতো প্রজ্বলিত সত্য।

5. Answer : "The Pace Movement"
A peace movement is a social movement that tends to end wars, minimize violence, ban guns and achieve world peace. Diplomacy, creating open govt., democracy, making laws, etc may be the means to achieve goals. It is an 'anti-war movement' that suggests not to wage war on each other and considers military power is not the equivalent of justice. In the USA the first peace movement was the New York Peace Society" founded in 1815 while the "London Peace Society" was formed in 1816 to promote peace. In 1840, British women formed "Olive leaf Circles" groups of 15 to 20 members. The ideal of peaceable arbitration and the creation of an international institutioon were two aims decided by the International Peace Congress in London. Afterwards, many organizations were set up like the United Nations as everyone wants peace and likes the principles of non-violence.

6. Answer:
i) critically
ii) barrage
iii) everywhere
iv) empowers
v) decision

7. Model Answer:
Public figure = Nelson Mandela was a public figure.
Diplomacy = American diplomacy is full of intelligence.
Implementation = Implementation of metro rail project will make the Dhaka city's intra communication very fast.
Phenomenon = Globalization is a very popular phenomenon now.
Protestation = Government can not avoid any public protestation.


Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Wednesday, October 28, 2020

ঢাবি "খ" প্রশ্নব্যাংক ২০১৯—২১


ঢাবি "খ" ভর্তি প্রশ্নপত্র ২০১৯-২০ → ডাউনলোড করুন।
উত্তরপত্র → ডাউনলোড করুন।

Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Monday, September 21, 2020

ভর্তি বার্তা : প্রিন্ট ভার্সন→


আমাদের অনলাইন প্রিপারেশন প্রোগ্রামে ভর্তি হওয়ার পদ্ধতি→

অল্প খরচে ঢাবি "খ" ইউনিটের প্রস্তুতি নিতে তথা অনলাইন ক্লাস, বিশেষ নোট, কিছু নোটবই, মডেল টেস্ট, গাইডলাইন, সাম্প্রতিক নোটবুক ইত্যাদি খুব সহজে পেতে DUKUAPP এর ফেসবুক স্টাডি গ্রুপে জয়েন করো। আমরা মানসম্মত সেবা দিবো।

আমাদের ঢাবি "খ" প্রস্তুতির ফেসবুক স্টাডি গ্রুপের সদস্য হতে হলে ৫০০ টাকা ফি দিতে হবে। সেজন্য প্রথমে 01746315639 এই নাম্বারে ৫১০ টাকা সেন্ডমানি করে বিকাশ করতে হবে। তারপর আমাদের ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে গিয়ে তোমার সেন্ডমানির স্ক্রিনশট কিংবা টাকা সেন্ড হওয়ার মেসেজ কপি-পেস্ট করে পাঠাতে হবে। ফেসবুক পেজের লিংক→ facebook.com/dukuapp অথবা ফেসবুকে ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতি প্রকল্প লিখে সার্চ দিলে সহজেই আমাদের ফেসবুক পেজ পাবে।
তারপর facebook.com/groups/study.dukuapp এই লিংকটি ভিজিট করে আমাদের ফেসবুক স্টাডি গ্রুপে গিয়ে জয়েন রিকোয়েস্ট দিতে হবে। এটি একটি প্রাইভেট গ্রুপ। আমরা তোমার মেসেজ মিল করে দেখার পর যে আইডি থেকে মেসেজ করেছো সেই আইডির জয়েন রিকোয়েস্ট একসেন্ট করবো।

Note: এছাড়াও আমাদের সাম্প্রতিক তথ্যব্যাংকের ফেসবুক গ্রুপে জয়েন করতে এই লিংকটি ভিজিট করো→ facebook.com/groups/recentinfobank

হেল্পলাইন: 01746315639 , 01743778788 এবং 01772987545 ; এগুলোর কোনো একটি সাময়িক সময়ের জন্য বন্ধ থাকতে পারে, তাই সবকটি ট্রাই করলে কোনো একটি চালু পাবেই।

Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Tuesday, September 17, 2019

ক্যামাট— ৩ : ২০১৯-২০ এর উত্তরপত্র


❑ এমসিকিউ:

[] বাংলা:
১—খ, ২—ক, ৩—ক, ৪—ঘ, ৫—খ, ৬—গ, ৭—খ, ৮—খ, ৯—খ, ১০—খ, ১১—খ, ১২—গ, ১৩—ঘ, ১৪—গ, ১৫—ক।


[] English:
1—b, 2—d, 3—b, 4—d, 5—a, 6—b, 7—b, 8—b, 9—c, 10—b,11—c, 12—b, 13—a, 14—d, 15—a.


[] সাধারণ জ্ঞান:
১—খ, ২—খ, ৩—খ, ৪—খ, ৫—খ, ৬—গ, ৭—ক, ৮—ক, ৯—ঘ, ১০—খ, ১১—খ, ১২—খ,
১৩—খ, ১৪—খ, ১৫—ঘ, ১৬—ঘ, ১৭—খ, ১৮—খ, ১৯—গ, ২০—গ, ২১—ক, ২২—খ, ২৩—গ, ২৪—খ,
২৫—খ, ২৬—খ, ২৭—খ, ২৮—ঘ, ২৯—ঘ, ৩০—খ।


❑ লিখিত:

1. Answers:
(a) Everybody were waiting for my coming.
(b) I went to hospital to see him/ her.
(c) He/ She is my achievement of long time pursuit.
(d) Twenty years have passed away see to see.
(e) You will take healthy foods and live in hygienic place.

2. Answers:
(a) সে হলো আমার নিঃস্বার্থ বন্ধু।
(b) নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে।
(c) সে কোনো উচ্চাকাঙ্ক্ষা ছাড়াই সাধনাটি করেছিল।
(d) আমি কখনও সিলেটে যাইনি।
(e) তুমি কি একটি মেডিটেশনের দলে যোগ দিতে চাও?

3. Answers:
(a) Level playing field means such a state in which conditions in a competition or situation are fair for everyone.

(b) Social Capital is the networks of relationships among people who live and work in a particular society, enabling that society to function effectively.

(c) Dreamland means an imagined and unrealistically ideal world.

(d) A lifeboat is a small boat that's kept on a bigger ship in case of emergency life-support.

(e) Power of youth is the energy and optimism of the youth that drives innovation, entrepreneurship and the march forward of human right.


4. Answers:
communication technology,
global village,
mutual understanding,
co-operation,
globalisation.

5. Answer:
নমুনা উত্তর→
বাংলাদেশ সরকার যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সেসবের সর্বোচ্চ সুফল পাওয়ার জন্য দেশে উন্নত বিশ্বের মতো একটি পরিচ্ছন্ন পরিবেশ আইন ও তার যথাযথ প্রয়োগ চাই। উন্নত যোগাযোগের জন্য ফ্লাইওভার হয়েছে কিন্তু দেখা যায় তার নিচতলা ময়লার স্তুপ ও মশামাছির অভয়ারণ্য হয়ে উঠে। এসব নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন পরিবেশ আইনের বিকল্প নেই। এছাড়াও এই আইনের আওতায় পলিথিন ও পলিথিনজাত ওয়ানটাইম প্লেট-গ্লাস নিয়ন্ত্রণ ও নির্মূল করা প্রয়োজন। অধিকন্তু কারো স্থাপনার দেয়ালে পোস্টার লাগানো হলে এর বিরুদ্ধে ভুক্তভোগীকে মামলা করার সুযোগ দেওয়ার জন্য এই আইনে ধারা থাকা উচিৎ। আমরা চাই একটি পরিচ্ছন্ন বাংলাদেশ। যে প্রজন্ম ময়লা দেখে দেখে ও দুর্গন্ধ শুঁকে বড় হয় তারা পরিচ্ছন্নতাবোধ শিখবে কী করে? তারা বড় স্বপ্ন দেখবে কী করে?

6. Answers:
(a) এ পর্যন্ত ৩ জন বাঙালি ব্যক্তিত্ত্ব নোবেল পুরস্কার লাভ করেছেন।
নোবেল বিজয়ী প্রথম বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল লাভ করেন।
এরপর ১৯৯৮ সালে অমর্ত্য সেন তার সামাজিক চয়ন তত্ত্বের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
এরপর ২০০৬ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার লাভ করেন; তিনি এই পুরস্কার লাভ করেন শান্তিতে।

(b) We must have to careful about using Internet. We must use it for enhancing our knowledge, communication, technical works etc. Taking excessive entertainment using Internet and thus wasting time must be leaved. We can use Internet for the works such as—
(i) Reading e-books
(ii) Knowing information
(iii) e-Learning (Learning via Internet)
(iv) Electronic communication etc.

(c) নমুনা উত্তর→
বন্ধুরা, ফেসবুকে বাংলা ভাষায় লেখালেখির সময় আমাদের ভাষার শুদ্ধ প্রয়োগ সম্পর্কে সচেতন ও যত্নশীল হওয়া প্রয়োজন। আমরা আমাদের মূল্যবান জিনিসপত্র যেমন যত্নের সঙ্গে ব্যবহার করি তাহলে আমাদের এই অমূল্য মাতৃভাষাকে কেনো যাচ্ছেতাইভাবে ব্যবহার করবো?
আসুন আমরা ফেসবুকে লেখালেখির সময় শুদ্ধভাবে বাংলা বানান লিখি।

(d) We can raise public awareness in many kinds of ways. TV Programs, awareness workers, newspapers, social media, friend circle, youth volunteer organizations, awareness campaign etc are the ways of raising awareness.

(e) যে রাষ্ট্র তার নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য বিভিন্ন নাগরিক সুবিধা দিয়ে থাকে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে। কল্যাণমূলক রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন ভালো উদ্যোগে সহযোগিতা দিয়ে থাকে। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড যেমন নাগরিক সুবিধা ও তরুণ উদ্যোগকে উৎসাহিত করে আসছে তাতে বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্র হতে চলেছে।

অথবা,
নমুনা উত্তর→
আমি লাইফ একাডেমি নামে একটি প্রতিষ্ঠান দিতে চাই যার কাজ হবে মানুষের লাইফ নিয়ে গবেষণা করা ও এদেশে বিদেশি গবেষকদের সঙ্গে কাজ করা। এর মাধ্যমে লাইফ সম্পর্কিত বিভিন্ন গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে এদেশের মানুষের উপকার হবে।

Thanks  |  ধন্যবাদ


DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639