Tuesday, September 17, 2019

ক্যামাট— ৩ : ২০১৯-২০ এর উত্তরপত্র


❑ এমসিকিউ:

[] বাংলা:
১—খ, ২—ক, ৩—ক, ৪—ঘ, ৫—খ, ৬—গ, ৭—খ, ৮—খ, ৯—খ, ১০—খ, ১১—খ, ১২—গ, ১৩—ঘ, ১৪—গ, ১৫—ক।


[] English:
1—b, 2—d, 3—b, 4—d, 5—a, 6—b, 7—b, 8—b, 9—c, 10—b,11—c, 12—b, 13—a, 14—d, 15—a.


[] সাধারণ জ্ঞান:
১—খ, ২—খ, ৩—খ, ৪—খ, ৫—খ, ৬—গ, ৭—ক, ৮—ক, ৯—ঘ, ১০—খ, ১১—খ, ১২—খ,
১৩—খ, ১৪—খ, ১৫—ঘ, ১৬—ঘ, ১৭—খ, ১৮—খ, ১৯—গ, ২০—গ, ২১—ক, ২২—খ, ২৩—গ, ২৪—খ,
২৫—খ, ২৬—খ, ২৭—খ, ২৮—ঘ, ২৯—ঘ, ৩০—খ।


❑ লিখিত:

1. Answers:
(a) Everybody were waiting for my coming.
(b) I went to hospital to see him/ her.
(c) He/ She is my achievement of long time pursuit.
(d) Twenty years have passed away see to see.
(e) You will take healthy foods and live in hygienic place.

2. Answers:
(a) সে হলো আমার নিঃস্বার্থ বন্ধু।
(b) নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে।
(c) সে কোনো উচ্চাকাঙ্ক্ষা ছাড়াই সাধনাটি করেছিল।
(d) আমি কখনও সিলেটে যাইনি।
(e) তুমি কি একটি মেডিটেশনের দলে যোগ দিতে চাও?

3. Answers:
(a) Level playing field means such a state in which conditions in a competition or situation are fair for everyone.

(b) Social Capital is the networks of relationships among people who live and work in a particular society, enabling that society to function effectively.

(c) Dreamland means an imagined and unrealistically ideal world.

(d) A lifeboat is a small boat that's kept on a bigger ship in case of emergency life-support.

(e) Power of youth is the energy and optimism of the youth that drives innovation, entrepreneurship and the march forward of human right.


4. Answers:
communication technology,
global village,
mutual understanding,
co-operation,
globalisation.

5. Answer:
নমুনা উত্তর→
বাংলাদেশ সরকার যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সেসবের সর্বোচ্চ সুফল পাওয়ার জন্য দেশে উন্নত বিশ্বের মতো একটি পরিচ্ছন্ন পরিবেশ আইন ও তার যথাযথ প্রয়োগ চাই। উন্নত যোগাযোগের জন্য ফ্লাইওভার হয়েছে কিন্তু দেখা যায় তার নিচতলা ময়লার স্তুপ ও মশামাছির অভয়ারণ্য হয়ে উঠে। এসব নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন পরিবেশ আইনের বিকল্প নেই। এছাড়াও এই আইনের আওতায় পলিথিন ও পলিথিনজাত ওয়ানটাইম প্লেট-গ্লাস নিয়ন্ত্রণ ও নির্মূল করা প্রয়োজন। অধিকন্তু কারো স্থাপনার দেয়ালে পোস্টার লাগানো হলে এর বিরুদ্ধে ভুক্তভোগীকে মামলা করার সুযোগ দেওয়ার জন্য এই আইনে ধারা থাকা উচিৎ। আমরা চাই একটি পরিচ্ছন্ন বাংলাদেশ। যে প্রজন্ম ময়লা দেখে দেখে ও দুর্গন্ধ শুঁকে বড় হয় তারা পরিচ্ছন্নতাবোধ শিখবে কী করে? তারা বড় স্বপ্ন দেখবে কী করে?

6. Answers:
(a) এ পর্যন্ত ৩ জন বাঙালি ব্যক্তিত্ত্ব নোবেল পুরস্কার লাভ করেছেন।
নোবেল বিজয়ী প্রথম বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল লাভ করেন।
এরপর ১৯৯৮ সালে অমর্ত্য সেন তার সামাজিক চয়ন তত্ত্বের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
এরপর ২০০৬ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার লাভ করেন; তিনি এই পুরস্কার লাভ করেন শান্তিতে।

(b) We must have to careful about using Internet. We must use it for enhancing our knowledge, communication, technical works etc. Taking excessive entertainment using Internet and thus wasting time must be leaved. We can use Internet for the works such as—
(i) Reading e-books
(ii) Knowing information
(iii) e-Learning (Learning via Internet)
(iv) Electronic communication etc.

(c) নমুনা উত্তর→
বন্ধুরা, ফেসবুকে বাংলা ভাষায় লেখালেখির সময় আমাদের ভাষার শুদ্ধ প্রয়োগ সম্পর্কে সচেতন ও যত্নশীল হওয়া প্রয়োজন। আমরা আমাদের মূল্যবান জিনিসপত্র যেমন যত্নের সঙ্গে ব্যবহার করি তাহলে আমাদের এই অমূল্য মাতৃভাষাকে কেনো যাচ্ছেতাইভাবে ব্যবহার করবো?
আসুন আমরা ফেসবুকে লেখালেখির সময় শুদ্ধভাবে বাংলা বানান লিখি।

(d) We can raise public awareness in many kinds of ways. TV Programs, awareness workers, newspapers, social media, friend circle, youth volunteer organizations, awareness campaign etc are the ways of raising awareness.

(e) যে রাষ্ট্র তার নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য বিভিন্ন নাগরিক সুবিধা দিয়ে থাকে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে। কল্যাণমূলক রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন ভালো উদ্যোগে সহযোগিতা দিয়ে থাকে। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড যেমন নাগরিক সুবিধা ও তরুণ উদ্যোগকে উৎসাহিত করে আসছে তাতে বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্র হতে চলেছে।

অথবা,
নমুনা উত্তর→
আমি লাইফ একাডেমি নামে একটি প্রতিষ্ঠান দিতে চাই যার কাজ হবে মানুষের লাইফ নিয়ে গবেষণা করা ও এদেশে বিদেশি গবেষকদের সঙ্গে কাজ করা। এর মাধ্যমে লাইফ সম্পর্কিত বিভিন্ন গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে এদেশের মানুষের উপকার হবে।

Thanks  |  ধন্যবাদ


DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Monday, July 22, 2019

ঢাবির লিখিত অংশের সৃজনশীল মডেল টেস্ট—১ এর উত্তরপত্র→


[] বাংলা:

১. উত্তর: উপ (উপসাগর), অ (অনন্ত)।
২. উত্তর: জাতীয়তাবাদ (Nationalism), ভূখণ্ড (Territory)।
৩. উত্তর: ভালোবাসা হলো নিঃস্বার্থভাবে কিছু করা বা নিঃস্বার্থ-নির্মল অনুভূতি, আর আবেগ হলো প্রবল সাময়িক আগ্রহ বা প্রতিক্রিয়া এবং আসক্তি হলো ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের প্রতি সহজাত দুর্বলতা বা মুগ্ধতা। ইত্যাদি।

৪. উত্তর: প্রেম হতে পারে স্ত্রী-পুরুষের মাঝে কিংবা মানবের সাথে অন্য কিছুর; যেমন- সিরি-ফরহাদের প্রেম, দেশপ্রেম ইত্যাদি।
অথবা এর উত্তর: অনুচ্ছেদেই এর সংজ্ঞা বলা হয়েছে, তথা- প্রেমকে পরিচ্ছন্ন রাখা; যেমন— গিফট কেনার টাকা জোগাড় করতে অন্যকে ঠকিয়ে টাকা আয় করে সেই টাকায় প্রেমিকাকে গিফট দেওয়ার মতো কাজ না করা, নিজ দেশের ভালো করতে অন্যায়ভাবে অন্য দেশের ক্ষতি না করা।
Note: এখানে যে সহজ প্রশ্নটির উত্তর দেবে সে সঠিক উত্তর দিলেও ফুল মার্ক পাবে না, আর যে কঠিন প্রশ্নটির (অথবা) সঠিক উত্তর দিবে সে ফুল মার্ক পাবে; এটাই হলো ইন্টেলেকচুয়ালিটি টেস্ট। এর মাধ্যমে সে এটা প্রমাণ করলো যে সে একজন বুদ্ধিবৃত্তিক ও অ্যাডভেঞ্চারস/ চ্যালেঞ্জিং ব্যক্তি।

৫. উত্তর: বাক্যের যোগ্যতা হলো, বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধন, অর্থাৎ বাক্যটিতে প্রদত্ত বিবৃতির সত্যতা ও যথার্থতার স্বীকৃতি; যেমন- উক্ত অনুচ্ছেদের "জাতীয়তাবাদ হলো ভূখণ্ডের প্রতি আকর্ষণ" বাক্যটিতে যোগ্যতার অভাব আছে কারণ, জাতীয়তাবাদ শুধু ভূখণ্ডের প্রতি আকর্ষণ নয়, এর সাথে আরও কিছুর সমন্বয়।

৬. উত্তর: মানুষ যখন কোনো কিছুর প্রেমে পড়ে তখন সে তার ভালোলাগা ভালোবাসার জিনিসটাকে সফল, সার্থক, সুন্দর করতে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নের মূল্য দিতে সে অনেক ত্যাগ স্বীকার ও উৎসর্গ করে। যেমন এ সম্পর্কিত উক্তিটির উদাহরণ হতে পারে- আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ইত্যাদি।



[] English:

1. Answer: king
2. Answer: been
3. Answer: Wood-tree garden means such kind of garden that is full of trees that are planted for wood, not for flowers or fruits.
4. Answer: (a) smoking free zone (b) harmful (c) but also

5. Answer: If I were a planning minister/ tourism minister/ minister of culture etc I could do my best for the development of Nil Doriya.

6. Answer: Publishing your won thinking-power will be answer here. The more your answer will be realistic and excellent the more marks you will achieve. For example, the answer may be, "The archaeological patterns of Nil Doriya need to renovate. The place will have to requisitioned under department of archaeology. Tourism institution can be established there or the lake of Nil Doriya can be establish as a fish sanctuary etc."



[] সাধারণ জ্ঞান:

১. উত্তর: ২১০০ সাল।
২. উত্তর: পরিকল্পনা মন্ত্রণালয়।
৩. উত্তর: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই কমিটির সভাপতি প্রধানমন্ত্রী।

৪. উত্তর: বঙ্গোপসাগরে বদ্বীপ পরিকল্পনার অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ করা যাবে সাগরের যতটুকু অঞ্চলজুড়ে বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমা রয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরে বাংলাদেশের রাষ্ট্রীয় সমুদ্র জলসীমা ১২ নটিক্যাল মাইল এলাকাজুড়ে।

৫. উত্তর: পটুয়াখালীর পায়য়া সমুদ্রবন্দর হলো এই সময়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বন্দরকেন্দ্রিক প্রকল্প। আর বদ্বীপ পরিকল্পনা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রকল্প। এ দুটির মাঝে অন্যতম একটি মিল হলো দুটিই ব্যয়বহুল প্রকল্প।

৬. উত্তর: নিজস্ব চিন্তাশক্তির প্রকাশই এখানে উত্তর হবে। তোমার উত্তর যত বাস্তবানুগ ও চমৎকার হবে তত ভালো মার্ক পাবে। যেমন- উত্তর হতে পারে, "এর ফলে বাংলাদেশের অর্থনীতি সুদৃঢ় হবে, কর্মসংস্থান হবে, পর্যটন আয় বাড়বে, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে অর্থনৈতিক উৎপাদন সমুন্নত রাখার সক্ষমতা বাড়বে..." ইত্যাদি ইত্যাদি।

৭. উত্তর: আন্তর্জাতিক আইন।
৮. উত্তর: আন্তর্জাতিক আদালতে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না, শুধু এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে।

৯. উত্তর: আন্তর্জাতিক আদালতের প্রধান কাজ স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইনী বিরোধ নিষ্পত্তি করা এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইন বিষয়ে পরামর্শ দেয়া। আর, বিশেষ ট্রাইব্যুনাল আইসিসি সাধারণত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ইত্যাদি অপরাধের জন্য দায়ীদের অভিযুক্ত করে থাকে।

১০. উত্তর: আইসিজে স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইনী বিরোধ নিষ্পত্তি করার কাজ করে থাকে। আর, আইসিসি গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ইত্যাদি অপরাধে দায়ীদের অভিযুক্ত করে থাকে। এ দুটিই জাতিসংঘের বিশেষায়িত অঙ্গসংগঠন। অন্যদিকে ইন্টারপোল হলো জাতিসংঘ-এর পর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা।

১১. উত্তর: হ্যা, বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের সমুদ্র আইন বিষয়ক বিশেষ ট্রাইব্যুনাল ITLOS এ ২০০৮ সালে মায়ানমারের বিরুদ্ধে বঙ্গোপসাগরের জলসীমা বিরোধ বিষয়টি নিয়ে মামলা করে ও ২০১২ সালে বাংলাদেশের পক্ষে রায় পায়।

১২. উত্তর: আন্তর্জাতিক আদালত জাতিসংঘের বিশেষায়িত অঙ্গসংগঠন হিসেবে কাজ করে থাকে। আন্তর্জাতিক আদালতে মামলা করা যেতে পারে এরূপ দুইটি সাম্প্রতিক ইস্যু হতে পারে- কাশ্মীর সমস্যা, ফিলিস্তিন সংকট।


Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Sunday, July 7, 2019

ক্যামাট—২ : ২০১৯-২০ এর উত্তরপত্র


❑ এমসিকিউ:

[] বাংলা:
১—ক, ২—ক, ৩—খ, ৪—খ, ৫—গ, ৬—গ, ৭—খ, ৮—ঘ, ৯—খ, ১০—ক, ১১—খ, ১২—খ, ১৩—খ, ১৪—খ, ১৫—ঘ।


[] English:
1—d, 2—b, 3—a, 4—d, 5—b, 6—b, 7—b, 8—a, 9—b, 10—b, 11—d, 12—a, 13—b, 14—b, 15—c.


[] সাধারণ জ্ঞান:
১—গ, ২—গ, ৩—গ, ৪—ঘ, ৫—খ, ৬—গ, ৭—খ, ৮—ক, ৯—ঘ, ১০—গ, ১১—খ, ১২—ঘ;
১৩—ক, ১৪—খ, ১৫—ঘ, ১৬—গ, ১৭—খ, ১৮—গ, ১৯—খ, ২০—খ, ২১—গ, ২২—খ, ২৩—ঘ, ২৪—ক;
২৫—ঘ, ২৬—ক, ২৭—ঘ, ২৮—ক, ২৯—গ, ৩০—ঘ।



❑ লিখিত:

[] বাংলা:

১. উত্তর: 'সংবাদ' ও 'গবেষণা' হলো রূঢ়ি শব্দ; রূঢ়ি শব্দ হলো যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে গঠিত হয়ে মূল শব্দের প্রকৃতিগত অর্থ না বুঝিয়ে ভিন্ন অর্থ বুঝায়। 'সংবাদ' এর শাব্দিক অর্থ সন্দেশ আর বাস্তবিক অর্থ খবর; তেমনিভাবে গবেষণা-এর প্রকৃতিগত অর্থ গরু খোঁজাখুঁজি করা কিন্তু বাস্তবিক অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।

২. উত্তর: অপিনিহিতি হলো পরের ই-কার আগে উচ্চারিত হওয়া কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হওয়া, যেমন- আজি > আইজ, সাধু > সাউধ ইত্যাদি আর, মধ্য স্বরাগম হলো, সংযুক্ত ব্যঞ্জনধনির মাঝখানে স্বরধ্বনির আগমন। যেমন- প্রীতি > পিরীতি, স্বপ্ন > স্বপন ইত্যাদি।

৩. উত্তর: ঋ-কার ও র-এর পরে ষ হয়, যেমন- বৃষ্টি, উৎকৃষ্ট, আকর্ষণ ইত্যাদি এবং ট এবং ঠ - এর সাথে যুক্তব্যঞ্জন গঠনে 'ষ' ব্যবহৃত হয়, যেমন- কষ্ট, স্পষ্ট, কাষ্ঠ ইত্যাদি। ইত্যাদি।

৪. উত্তর: 'আলি' প্রত্যয়যোগে গঠিত শব্দে ই-কার (ি) হবে, যেমন- মিতালি, সোনালি, রুপালি ইত্যাদি এবং শব্দের শেষে বিগর্স (ঃ) থাকবে না যেমন—কার্যত, প্রথমত, প্রধানত, প্রায়শ, মূলত ইত্যাদি।
৫. উত্তর: পুনর্নির্ধারণ, অন্তঃসত্ত্বা।
৬. উত্তর: সুমনের সাথে রাশেদের খুব সখ্য ছিল।
৭. উত্তর: মুক্তিযুদ্ধ = মুক্তির নিমিত্তে যুদ্ধ, মঙ্গলবার্তা= মঙ্গল নির্দেশক বার্তা।

৮. উত্তর: কৃৎ প্রত্যয়যোগে সাধিত: পঠিতব্য, বাঁধা, লেখক।
তদ্ধিত প্রত্যয়যোগে সাধিত: ঢাকাই, মিতালি, মেঘলা।
৯. উত্তর: ৫টি; যথা- অ (অনেক), অনু (অনুরোধ), বি (বিরত), প্রতি (প্রতিবন্ধকতা), অব (অবস্থান)।

১০. উত্তর: আধুনিক বিজ্ঞানের আজকের বিস্ময়কর আবিষ্কারসমূহ যেমন- কম্পিউটার, স্যাটেলাইট, রোগনির্ণয়ের মেশিনসমূহ ইত্যাদি দুইশত বছর আগে কল্পনাতীত ছিল। সেই সময়ে শিক্ষার ঝোঁক ছিল সাহিত্য ও দর্শন এর প্রতি। আজকের ঝোঁক বিজ্ঞান ও ব্যবসায় অধ্যয়নের প্রতি।



[] English:

1. Answer: The main theme of the passage is to make us alert about the importance of being wise and skillful for existing in today's competitive world.

2. Answer: The term "Survival of the fittest" in the passage means the skillful and smart persons will be existed in the competitive world and the unfit persons will be fallen down under the bottomless hole of time.

3. Answer: Four, independence
4. Answer: Kuakata is locally known as Sagar Kannya (Daughter of Sea).

5. Answer: came, visiting
6. Answer: was, he
7. Answer: This is canning fox that was passing through a forest.
8. Answer: have I
9. Answer: He left the place bag and baggage.
10. Answer: Jahangir acted for Ajmatullah at the election of Gazipur city corporation.



[] সাধারণ জ্ঞান ও আইকিউ:

১. উত্তর: ৪ বার। মোগল আমলে ১৬১০ সালে সুবাদার ইসলাম খাঁনের সময় 'বাংলা' প্রদেশের রাজধানী হয় ঢাকা। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশের রাজধানী হয় ঢাকা। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর পূর্ব পাকিস্তানের রাজধানী হয় ঢাকা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন বাংলাদেশের রাজধানী হয় ঢাকা।

২. উত্তর: 'সোয়াচ আব নো গ্রাউন্ড' হলো বঙ্গোপসাগরে অবস্থিত একটি গভীর সামুদ্রিক খাদ।
৩. 'সোমপুর মহাবিহার' নওগাঁর পাহাড়পুরে অবস্থিত। এটি পাহাড়পুর বৌদ্ধ বিহার নামে পরিচিত।
৪. উত্তর: বাংলাদেশের সর্বশেষ জিআই সনদ লাভকারী পণ্য চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম।
৫. উত্তর: ২০২১ সালের শেষদিকে।
৬. উত্তর: ৬ষ্ঠ।
৭. উত্তর: জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।

৮. উত্তর: সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায় ১৯৯১ সালে।
৯. উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তি ছিল জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক ও বুলগেরিয়া আর মিত্রশক্তি ছিল ফ্রান্স, বৃটেন, রাশিয়া, ইতালি, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, সার্বিয়া, গ্রিস ইত্যাদি।
১০. উত্তর: ঘূর্ণিঝড় ফণীতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয় ভারতের ওডিশা প্রদেশ।
১১. উত্তর: উরসুলা ভন ডার লেন। তিনি জার্মানির প্রতিরক্ষামন্ত্রী।
১২. উত্তর: ২০২৪ সালে।

১৩. উত্তর: যখন নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না অর্থাৎ এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন লাভ করতে পারে না তখন মন্ত্রীসভায় সব দলের অংশগ্রহণে যে সরকার গঠিত হয় তাকে কোয়ালিশন সরকার বলে; এই সরকারে কখনও কোনো দল সমর্থন ত্যাগ করলে সরকারের পতন ঘটে; তাই এরূপ পার্লামেন্টকে ঝুলন্ত পার্লামেন্ট বলে।

১৪. উত্তর: বিচার বিভাগের স্বাধীনতা বলতে নির্বাহী বিভাগ তথা শাসন বিভাগ হতে বিচার বিভাগকে পৃথক করা ও বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখাকে বুঝায়।

১৫. উত্তর: গণপরিষদ (Constituent Assembly): কোনো দেশ স্বাধীন হওয়ার পর কিংবা বিপ্লবের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের পর সেই দেশের জন্য পূর্ণাঙ্গ ও স্থায়ী সংবিধান তথা শাসনতন্ত্র তৈরির উদ্দেশ্যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে যে অস্থায়ী আইনসভা গঠিত হয় তাকে গণপরিষদ বলে।
স্বাধীন বাংলাদেশে গণপরিষদ গঠিত হয় ১৯৭২ সালে।

১৬. উত্তর: ১২০ ডিগ্রী। বৃত্তের কেন্দ্রে ৩৬০ ডিগ্রী কোণ উৎপন্ন হয় যাকে ১২ ভাগ করলে প্রতিটি ভাগে ৩০ ডিগ্রি করে পড়ে। ১২টার ঘর তথা জিরো পয়েন্ট হতে ৪টার ঘরের দূরত্ব ৪। তাই ৪× ৩০= ১২০ ডিগ্রি হবে।

১৭. উত্তর: ৬ জন। এখানে, প্রত্যেকের একজন বোন আছে মানে তিনজনেরই একজন বোন আছে। পরিবারের বোন তো আর আলাদা আলাদা করে হয় না; একজনের বোন থাকলে সে অন্যদেরও বোন হয়।

১৮. উত্তর: ১০ বছর= ৩৬৫×১০= ৩৬৫০ দিন আর এর মধ্যে লিপ ইয়ার ২ দিন; এই মোট =৩৬৫২ দিন।
তবে, প্রথম দুই বছরের মধ্যেই লিপ ইয়ার থাকলে সেক্ষেত্রে লিপ ইয়ার হবে ৩টি = ৩ দিন, তখন উত্তর হবে ৩৬৫৩ দিন।

১৯. উত্তর: বাংলা ভাষাতত্ত্বে 'যে মেয়ের বিয়ে হয় নি' তাকে কুমারী বলা হয়। আর বিজ্ঞানের টার্মে যে মেয়ে কখনও যৌনমিলনে লিপ্ত হয়নি তাকে কুমারী বলে।
তবে কেউ কখনও ধর্ষণের শিকার হলে তাকে আর কুমারী বলা হয় না, তাকে ধর্ষিতা বলে।

২০. উত্তর: "Smartness হলো Smart শব্দটির বিশেষ্যপদ। অভিধানের ভাষায় Smart শব্দটির বাংলা অর্থ— চৌকস; অর্থাৎ, একটি কাজে থাকা অবস্থাতেও চারদিকের সবকিছু সম্পর্কে যে সজাগ থাকে এবং কোনোকিছু খুব দ্রুত ধরে ফেলতে পারে তাকে স্মার্ট বলে।
স্মার্ট শব্দটির ভাবার্থ চটপটে।
তবে কিছু লোক আছে যারা শুধুই দ্রুত কিছু করতে ধরে ও তাড়াহুড়া করে বিভিন্ন জিনিস নষ্ট করে; এটা স্মার্টনেস নয়, এটা অস্থিরতা।
যে স্মার্ট সে সবসময়ই সচেতন ও যত্নশীল। এ দুটি গুণ না থাকলে স্মার্ট হওয়া যায় না।
সময়ের কাজ সময়ে যে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে তাকে স্মার্ট বলে।"


Thanks  |  ধন্যবাদ


DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Saturday, June 15, 2019

ক্যামাট—১ : ২০১৯-২০ এর উত্তরপত্র


❑ এমসিকিউ:

[] বাংলা:
১-খ, ২-খ, ৩-ক, ৪-ক, ৫-গ, ৬-ক, ৭-ক, ৮-গ, ৯-ক, ১০-ঘ, ১১-খ, ১২-খ, ১৩-গ, ১৪-ঘ, ১৫-ক।


[] English:
1-a, 2-d, 3-d, 4-b, 5-b, 6-b, 7-a, 8-b, 9-b, 10-b, 11-c, 12-b, 13-c, 14-d, 15-c.


[] সাধারণ জ্ঞান:
১-ক, ২-খ, ৩-ঘ, ৪-খ, ৫-গ, ৬-খ, ৭-ক, ৮-খ, ৯-খ, ১০-গ, ১১-খ, ১২-খ;
১৩-খ, ১৪-ক, ১৫-ক, ১৬-ক, ১৭-ক, ১৮-গ, ১৯-ক, ২০-খ, ২১-গ, ২২-গ, ২৩-খ, ২৪-খ;
২৫-ঘ, ২৬-ঘ, ২৭-গ, ২৮-ঘ, ২৯-খ, ৩০-খ।



❑ লিখিত:

[] বাংলা:

১. উত্তর: রূঢ়ি শব্দ হলো যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে। যেমন- প্রবীণ, গবেষণা ইত্যাদি।
অন্যদিকে, যোগরূঢ় শব্দ হলো সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে। যেমন- পঙ্কজ, জলধি ইত্যাদি।

২. উত্তর: তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয় অর্থাৎ, খাঁটি বাংলা শব্দগুলো বাংলা শব্দের উৎসভিত্তিক শ্রেণিবিভাগে তদ্ভব শ্রেণিতে পড়ে। যেমন- হাত (হস্ত > হন্থ > হাত), চাঁদ (চন্দ্র > চন্দ > চাঁদ) ইত্যাদি।

৩. উত্তর: (১) ঋ, র, ষ - এর পরে মূর্ধন্য 'ণ' হয়। যেমন- কারণ, ভাষণ ইত্যাদি।
(২) যুক্তব্যঞ্জনে ট-বর্গের বর্ণ ট ঠ ড ঢ - এর আগের ন-ধ্বনি মূর্ধন্য 'ণ' হয়। যেমন- ঘণ্টা, কণ্ঠ ইত্যাদি।

৪. উত্তর: আর্দ্রতা, আন্তঃনগর।
৫. উত্তর: সে একটি অল্পবয়সী ছেলে।

৬. উত্তর: প্রেমিক। সেবক এর স্ত্রীলিঙ্গ সেবিকা এবং গ্রাহক এর স্ত্রীলিঙ্গ গ্রহীতা। 'রাষ্ট্রপতি' সবসময়ই নিত্য পুরুলিঙ্গ। আর 'প্রেমিক' কিছু কিছু ক্ষেত্রে নিত্য পুরুষলিঙ্গ হয়ে থাকে, যেমন- দেশপ্রেমিক, বৃক্ষপ্রেমিক, পক্ষীপ্রেমিক ইত্যাদি।

৭. উত্তর: শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে, যেমন- রিকশা > রিশকা, লাফ > ফাল ইত্যাদি।
অন্যদিকে, পাশাপাশি সমউচ্চরণের দুটো ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পাওয়াকে ব্যঞ্জনচ্যুতি বলে, যেমন- বউদিদি > বউদি, বড় দাদা > বড়দা ইত্যাদি।

৮. উত্তর: আপেল বললেন, "বাবা বলেছিলেন, 'তুমি আমার ছেলে, তোমাকে এ প্লাস পেয়ে আমার মান ঠিক রাখতে হবে'।"

৯. উত্তর: ৩ টি; যথা- প্র (প্রকৃতি, প্রভৃতি), উপ (উপহার, উপসাগর), প্রতি (প্রতিদিন)।

১০. উত্তর: সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে। এখন সকাল ১০:০০ টা এবং বৃষ্টি চলছেই। প্রায় সকল শিক্ষার্থীই স্কুলে অনুপস্থিত। তাই, আজকের ক্লাসসমূহ বাতিল করা হয়েছে।



[] English:

1. Answer: The passage is about a problem.
2. Answer: addicting
3. Answer: (a) free  (b) live  (c) rights
4. Answer: Soviet Union
5. Answer: (a) were   (b) could
6. Answer: (a) have   (b) me
7. Answer: don't I?
8. Answer: Let the window be opened.
9. Answer: I ordered someone to do it.
10. Answer: Winning the game Bangladesh team ate Chinese-food joyfully.



[] সাধারণ জ্ঞান ও আইকিউ:

১. উত্তর: খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা এই তিন জেলায়।
২. উত্তর: (ক) ছাপ্পান্ন হাজার   (খ) ড. হুমায়ূন আজাদ

৩. উত্তর: বাংলাদেশের রাষ্ট্রীয় নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ; People's Republic of Bangladesh.

৪. উত্তর: রীতা গাঙ্গুলী দাস; পশ্চিমবঙ্গের।
৫. উত্তর: ময়মনসিংহ মেডিকেল কলেজ; ১২ এপ্রিল ২০১৯ তে সফরে আসেন এবং বাংলাদেশিদের সাথে বাংলা নববর্ষ উৎযাপন করেন।

৬. উত্তর: বিজিএমইএ হলো— বাংলাদেশের তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন; বিজিএমইএ এর প্রথম নারী সভাপতি 'রুবানা হক'।

৭. উত্তর: লোকসভার নির্বাচনী আসন সংখ্যা ৫৪৫ টি, তবে বর্তমানে ৫৪৩ টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়; বাকি দুটি আসন ভারতের অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য সংরক্ষিত৷ তাদের দুই প্রতিনিধি কে হবেন, তা ঠিক করেন ভারতের রাষ্ট্রপতি।

৮. উত্তর: ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া, জার্মানি ইত্যাদি।
৯. উত্তর: ভারত-ল্যাটিন আমেরিকা, ইত্যাদি।
১০. উত্তর: লন্ডনের অক্সফোর্ড সাকার্সে।
১১. উত্তর: উই আর ডিসপ্লেসড।
১২. উত্তর: ইংল্যান্ড-ওয়েলস; ১২ তম আয়োজন।

১৩. উত্তর: মানবসম্পদ বলা হয় শ্রমশক্তিসম্পন্ন মানুষকে। যে দেশের যতো বেশি মানুষ শ্রমশক্তিসম্পন্ন সে দেশ তত বেশি মানবসম্পদ সম্পন্ন।

১৪. উত্তর: স্থানীয় স্বায়ত্তশাসনের অর্থ হল যখন স্থানীয় সরকারগুলোর কেন্দ্রীয় সরকারের নিযুক্ত কর্মকর্তাদের দ্বারা পরিচালিত না হয়ে এলাকার জনসাধারণের প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভোটে নির্বাচিত অথবা সরকার কর্তক মনোনীত স্থানীয় প্রতিনিধিবৃন্দের দ্বারা পরিচালিত।
যেমন: ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ইত্যাদি।

১৫. উত্তর: ট্রাইব্যুনাল হলো সংবিধান বা অন্য কোনো আইন দ্বারা গঠিত এক ধরনের বিশেষ বিচারিক প্রতিষ্ঠান, যেটি নির্দিষ্ট কিছু বিষয় নিষ্পত্তির কাজ করে থাকে।

১৬. উত্তর: ৮ম জন। ব্যাখ্যা: প্রথমজন স্টাইক প্রান্তে এবং দ্বিতীয়জন ননস্টাইক প্রান্তে থাকা অবস্থায়—
১ম বলে আউট হবে ১ম জন।
২য় ------------- ৩য় জন
৩য় ------------- ৪র্থ জন
৪র্থ ------------- ৫ম জন
৫ম ------------- ৬ষ্ঠ জন
৬ষ্ঠ ------------- ৭ম জন
ওভার হওয়ার ফলে ২য় জন স্টাইকে আসবে এবং ৮ম জন ননস্টাইকে থাকবে।
৭ম ------------- ২য় জন
৮ম ------------- ৯ম জন
৯ম ------------- ১০ জন
অতএব, অপরাজিত থাকবে ৮ম জন।

১৭. উত্তর: ১০০০ টাকা। যে ১০০০ টাকার জাল নোটটি দিয়েছিল সেটাই তার লস। অন্যভাবে হিসাব করতে গেলে ৮০০ টাকা লস এবং সেইসঙ্গে ২০০ টাকার মালামাল লস; যা টাকার অংকে মোট ১০০০ টাকা লস।

১৮. উত্তর: S ; Sundarbans, Shat Gambuj Mosque.

১৯. উত্তর: R ; চিত্রে দেখানো হলো→


২০. উত্তর: বয়ফ্রেন্ডের চোখে গার্লফ্রেন্ড হলো শখের এবং আদরের জিনিস; গার্লফ্রেন্ডের চোখে বয়ফ্রেড হলো ব্যক্তিগত ভলান্টিয়ার। বরের চোখে বউ হলো সম্পত্তি; আর বউয়ের চোখে বর হলো স্বামী।

Thanks  |  ধন্যবাদ


DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Tuesday, June 4, 2019

প্রীতি মডেল টেস্ট ২০১৯ এর উত্তরমালা


বাংলা—
১-খ, ২-খ, ৩-গ, ৪-খ, ৫-ক, ৬-খ, ৭-খ, ৮-গ, ৯-ঘ, ১০-ক, ১১-গ, ১২-গ, ১৩-ক, ১৪-ঘ, ১৫-গ, ১৬-গ, ১৭-গ, ১৮-ক, ১৯-গ, ২০-গ, ২১-ক, ২২-ক, ২৩-গ, ২৪-খ, ২৫-গ।

English:—
1-b, 2-b, 3-b, 4-b, 5-a, 6-d, 7-b, 8-c, 9-b, 10-c, 11-c,12-d, 13-b, 14-a, 15-b, 16-d, 17-d, 18-b, 19-a, 20-c, 21-c, 22-a, 23-b, 24-c, 25-d.

সাধারণ জ্ঞান—
১-গ, ২-খ, ৩-খ, ৪-খ, ৫-ক, ৬-খ, ৭-গ, ৮-খ, ৯-খ, ১০-খ, ১১-খ, ১২-গ, ১৩-গ, ১৪-গ, ১৫-ক, ১৬-খ, ১৭-গ, ১৮-খ, ১৯-খ, ২০-খ;
২১-গ, ২২-ক, ২৩-ক, ২৪-ঘ, ২৫-গ, ২৬-খ, ২৭-গ, ২৮-খ, ২৯-খ, ৩০-খ, ৩১-খ, ৩২-ক, ৩৩-ক, ৩৪-খ, ৩৫-ক, ৩৬-ক, ৩৭-খ, ৩৮-গ, ৩৯-খ, ৪০-গ;
৪১-গ, ৪২-খ, ৪৩-খ, ৪৪-গ, ৪৫-খ, ৪৬-খ, ৪৭-ক, ৪৮-খ, ৪৯-খ, ৫০-খ।

Thanks  |  ধন্যবাদ


DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Preface

--