❑ এমসিকিউ:
[] বাংলা
১—খ, ২—খ, ৩—ঘ, ৪—ক, ৫—ঘ, ৬—গ, ৭—ঘ, ৮—খ, ৯—গ, ১০—ক, ১১—গ, ১২—গ, ১৩—খ, ১৪—গ, ১৫—ঘ, ১৬—গ।
[] English
1—c, 2—b, 3—a, 4—b, 5—a, 6—b, 7—d, 8—b, 9—a, 10—c, 11—d, 12—b, 13—c, 14—c, 15—c, 16—d.
[] সাধারণ জ্ঞান
১—খ, ২—খ, ৩—খ, ৪—গ, ৫—খ, ৬—খ, ৭—গ, ৮—গ, ৯—গ, ১০—গ, ১১—খ, ১২—গ, ১৩—গ, ১৪—খ, ১৫—ক, ১৬—ক, ১৭—খ, ১৮—গ, ১৯—ঘ, ২০—খ, ২১—খ, ২২—খ, ২৩—খ, ২৪—গ, ২৫—খ, ২৬—খ, ২৭—ক, ২৮—ক।
❑ লিখিত:
1. উত্তরমালা—
ক) উত্তর: একজন মায়ের কাছে তার সন্তানের জীবনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সন্তানের সফলতা ও অর্জনের চেয়ে। তাই সন্তান বড় কোনোকিছু অর্জন করতে গিয়ে কষ্ট পাক তা কোনো মা'ই চান না। তাই দেশের জন্য অনশন করতে গিয়ে শেখ মুজিব খুবই দুর্বল হয়ে পড়ার ঘটনায় তার মা ব্যথিত হয়ে পড়েন। তিনি চেয়েছিলেন তার সন্তান যেনো ভালো থাকে; কোনো অর্জনের প্রতি ঝুঁকে পড়ে যেনো এরূপ কষ্ট না পায়। তাই তাকে কিছু বোঝানো যাচ্ছিল না।
খ) উত্তর: শিশুদের একটি মনস্তত্ত্ব হলো, বড়দের প্রিয় জিনিস সম্পর্কে কিছু বলে তাকে উদ্বেলিত করা। আর শেখ মুজিব যেহেতু দেশের প্রতি অনুরাগী ছিলেন এবং শেখ হাসিনা শিশুকালে এটা কিছুটা হলেও বুঝতেন এবং সেই সময়ে তার বাবা রাজবন্দী ছিলেন। তাই তিনি দেশের প্রতি তার নিজের দরদের বিষয়টি বাবার কাছে ফুটে তোলার জন্য এবং বাবার মনে আনন্দ উচ্ছ্বাসের ঢেউ খেলানোর জন্য প্রথম কথাতেই বলেছিলেন, "আব্বা, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দিদের মুক্তি চাই"।
গ) উত্তর: চিঠিতে এমন কিছু হৃদয়স্পর্শী ও একান্ত সাংকেতিক হৃদয়ের কথা লেখা যায় যার মর্ম শুধু চিঠিটি যাকে লেখা হয়েছে সেই বুঝতে পারে। আর একজন মানুষের অল্প কথার ভেতরের গভীরতা শুধু তার একান্ত কাছের কেহই বুঝতে পারে। আবার এমন কিছু কথা থাকে যা শুধু বন্ধুবান্ধব কিংবা সহধর্মিণীকেই বলা যায়, অভিভাবকদের বলা যায় না, কিংবা বললেও তারা তা অনুধাবন করতে পারেন না। তাই চিঠি পড়েই রেণু বুঝতে পেরেছিলেন যে শেখ মুজিব একটা কিছু করে ফেলবেন।
ঘ) উত্তর: রেণু চিঠি পড়েই বুঝতে পেরেছিলেন যে, শেখ মুজিব ঝুঁকিপূর্ণ একটা কিছু করে ফেলবেন। দেশের খবর শুনেও সেরকমই জানতে পেরেছিলেন। কিন্তু শেখ মুজিবকে দেখতে যাওয়ার কথা শ্বশুরকে লজ্জায় বলতে পারছিলেন না; এরূপ ঘটনাগুলোর ক্ষেত্রে নাসের ছিল তার সাহায্যকারী। নাসের রেণুর দেবর এবং শেখ মুজিবের ছোটভাই। সেসময় নাসের বাড়িতে না থাকায় রেণু তার সাহায্য পাওয়া থেকেও দূরে ছিল।
2. উত্তরমালা—
ক) উত্তর: বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি করা সহজ হয়। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয়। তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়। নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। বৃক্ষ তরতাজা হলেও যদি ফল না থাকে এই তরতাজা হওয়াটা তার কোনো অর্জন নয়। ফলহীন বৃক্ষকে কেউ মূল্যায়ন করে না; তেমনি সুস্বাস্থ্যবান কিন্তু সাফল্যহীন এরূপ মানুষকেও কেউ দাম দেয় না— এই উপলব্ধিবোধটি বৃক্ষকে দেখে খুব সহজেই করা যায়। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই।
খ) উত্তর: সত্যের একটি অনন্য শক্তি আছে। এই শক্তি অপার ও উপলব্ধিময় যা অস্তিত্ব ও সত্তায় মিশে থাকে। কবিতাও তেমনিভাবে অস্তিত্বে মিশে থাকে। কবিতা কিছু ছন্দময় কথামালা হলেও যে ছন্দমালা শুনে কোনো চেতনাবোধ জাগ্রত হয় না কিংবা উপলব্ধিতে কোনো ধাক্কা লাগেনা কিংবা অন্তরে স্পন্দন জাগে না, দেহ শিহরিত হয় না কিংবা জড়তাগ্রস্ত সত্তায় তারূণ্য জেগে উঠে না তা মোটেও কোনো কবিতা নয়। কবিতা কোনো ভুতের গীত নয়, তারুণ্যের আন্দোলনে কবিতাই দেহের শক্তি ও শিহরণ ত্বরান্বিত করে। কবিতার উপযোগ আছে। তাই সত্য কথা যেমন কবিতা, শস্যদানাও কবিতা।
3. উত্তর: হাজার হাজার বছর ধরে স্বপ্ন দার্শনিকদের আকৃষ্ট করেছে, কিন্তু কেবল সাম্প্রতিককালেই স্বপ্ন প্রায়োগিক গবেষণা ও বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয় হয়ে উঠেছে। এমনও তো হতে পারে যে কোনো স্বপ্নের রহস্যময় বিষয়বস্তু প্রায়ই তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে কিংবা তুমি সম্ভবত ভাবছো কেনো সবসময় স্বপ্ন দেখো।
4. নমুনা উত্তর:
প্রণোদনা = আর্থিক প্রণোদনা পেলে তরুণ উদ্যোক্তারা দেশের অর্থনীতিকে দ্রুত এগিয়ে নিতে পারে।
অভিষেক = হোসেন শহীদ সোহরাওয়ার্দীর হাত ধরে বঙ্গবন্ধুর রাজনীতিতে অভিষেক ঘটে।
স্বাচ্ছন্দ্য = আমি তথ্য-উপাত্ত ও ব্যাখ্যা-বিশ্লেষণমনষ্ক শিক্ষকের পাঠ গ্রহণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।
অমোঘ = বেঁচে থাকলে যুদ্ধ করেই টিকে থাকতে হবে এটা জগতের অমোঘ বিধান।
শ্রদ্ধাম্পদ = ইংরেজ আমলে ডিরোজিও বাংলার তরুণ প্রজন্মের একজন শ্রদ্ধাম্পদ ছিলেন।
5. Answer : "Human Rights"
Human rights are those rights that a person is entitled to have as a human being. It includes both basic needs and lawfub rights. The basic needs are food, clothing, shelter, education and medical care. These are the inborn rights to a man. Without any of these.rights the development of a person will be hindered. Even his life may come to an end. On the other hand, there are some rights thát a person is entitled to either as a citizen of a country or as a person .belonging to this world. These rights include being equal before law, freedom of speech, thoughts and conscience, beliefs etc. Freedom of presš is also very important. Again, everyone is entitled to freedom of peaceful assembly and association and a person can move and settle wherever he likes within the state he belongs to. No one shall be forced to be slave or to do any work. Cruel and degrading punishment cannot be given. All persons are entitled to have equal treatment without any discrimination of race, colour, religion, sex, political, social, birth or other status. These are some basic human rights that uphold man's dignity as a human being.
6. Answer :
1) entrepreneurial
2) emerging
3) unconveptionally
4) astonishing
5) willingness
7. Model Answer:
Particularly = This book is particularly written for today's young generation.
Harmonious = My seven year's abroad life was very harmonious with the fundamentals.
Philanthropist = Instinctively Bangabandhu Sheikh Mujibur Rahman was a philanthropist.
Incorporate = After the independence Bangladesh incorporated in Non-Aligned Movement (NAM) in 1973.
Proliferation = The proliferation of his leadership power was like ocean.
Thanks | ধন্যবাদ
DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639
No comments:
Post a Comment