[] বাংলা:
১. উত্তর: উপ (উপসাগর), অ (অনন্ত)।
২. উত্তর: জাতীয়তাবাদ (Nationalism), ভূখণ্ড (Territory)।
৩. উত্তর: ভালোবাসা হলো নিঃস্বার্থভাবে কিছু করা বা নিঃস্বার্থ-নির্মল অনুভূতি, আর আবেগ হলো প্রবল সাময়িক আগ্রহ বা প্রতিক্রিয়া এবং আসক্তি হলো ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের প্রতি সহজাত দুর্বলতা বা মুগ্ধতা। ইত্যাদি।
৪. উত্তর: প্রেম হতে পারে স্ত্রী-পুরুষের মাঝে কিংবা মানবের সাথে অন্য কিছুর; যেমন- সিরি-ফরহাদের প্রেম, দেশপ্রেম ইত্যাদি।
অথবা এর উত্তর: অনুচ্ছেদেই এর সংজ্ঞা বলা হয়েছে, তথা- প্রেমকে পরিচ্ছন্ন রাখা; যেমন— গিফট কেনার টাকা জোগাড় করতে অন্যকে ঠকিয়ে টাকা আয় করে সেই টাকায় প্রেমিকাকে গিফট দেওয়ার মতো কাজ না করা, নিজ দেশের ভালো করতে অন্যায়ভাবে অন্য দেশের ক্ষতি না করা।
Note: এখানে যে সহজ প্রশ্নটির উত্তর দেবে সে সঠিক উত্তর দিলেও ফুল মার্ক পাবে না, আর যে কঠিন প্রশ্নটির (অথবা) সঠিক উত্তর দিবে সে ফুল মার্ক পাবে; এটাই হলো ইন্টেলেকচুয়ালিটি টেস্ট। এর মাধ্যমে সে এটা প্রমাণ করলো যে সে একজন বুদ্ধিবৃত্তিক ও অ্যাডভেঞ্চারস/ চ্যালেঞ্জিং ব্যক্তি।
৫. উত্তর: বাক্যের যোগ্যতা হলো, বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধন, অর্থাৎ বাক্যটিতে প্রদত্ত বিবৃতির সত্যতা ও যথার্থতার স্বীকৃতি; যেমন- উক্ত অনুচ্ছেদের "জাতীয়তাবাদ হলো ভূখণ্ডের প্রতি আকর্ষণ" বাক্যটিতে যোগ্যতার অভাব আছে কারণ, জাতীয়তাবাদ শুধু ভূখণ্ডের প্রতি আকর্ষণ নয়, এর সাথে আরও কিছুর সমন্বয়।
৬. উত্তর: মানুষ যখন কোনো কিছুর প্রেমে পড়ে তখন সে তার ভালোলাগা ভালোবাসার জিনিসটাকে সফল, সার্থক, সুন্দর করতে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নের মূল্য দিতে সে অনেক ত্যাগ স্বীকার ও উৎসর্গ করে। যেমন এ সম্পর্কিত উক্তিটির উদাহরণ হতে পারে- আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ইত্যাদি।
[] English:
1. Answer: king
2. Answer: been
3. Answer: Wood-tree garden means such kind of garden that is full of trees that are planted for wood, not for flowers or fruits.
4. Answer: (a) smoking free zone (b) harmful (c) but also
5. Answer: If I were a planning minister/ tourism minister/ minister of culture etc I could do my best for the development of Nil Doriya.
6. Answer: Publishing your won thinking-power will be answer here. The more your answer will be realistic and excellent the more marks you will achieve. For example, the answer may be, "The archaeological patterns of Nil Doriya need to renovate. The place will have to requisitioned under department of archaeology. Tourism institution can be established there or the lake of Nil Doriya can be establish as a fish sanctuary etc."
[] সাধারণ জ্ঞান:
১. উত্তর: ২১০০ সাল।
২. উত্তর: পরিকল্পনা মন্ত্রণালয়।
৩. উত্তর: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই কমিটির সভাপতি প্রধানমন্ত্রী।
৪. উত্তর: বঙ্গোপসাগরে বদ্বীপ পরিকল্পনার অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ করা যাবে সাগরের যতটুকু অঞ্চলজুড়ে বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমা রয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরে বাংলাদেশের রাষ্ট্রীয় সমুদ্র জলসীমা ১২ নটিক্যাল মাইল এলাকাজুড়ে।
৫. উত্তর: পটুয়াখালীর পায়য়া সমুদ্রবন্দর হলো এই সময়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বন্দরকেন্দ্রিক প্রকল্প। আর বদ্বীপ পরিকল্পনা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রকল্প। এ দুটির মাঝে অন্যতম একটি মিল হলো দুটিই ব্যয়বহুল প্রকল্প।
৬. উত্তর: নিজস্ব চিন্তাশক্তির প্রকাশই এখানে উত্তর হবে। তোমার উত্তর যত বাস্তবানুগ ও চমৎকার হবে তত ভালো মার্ক পাবে। যেমন- উত্তর হতে পারে, "এর ফলে বাংলাদেশের অর্থনীতি সুদৃঢ় হবে, কর্মসংস্থান হবে, পর্যটন আয় বাড়বে, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে অর্থনৈতিক উৎপাদন সমুন্নত রাখার সক্ষমতা বাড়বে..." ইত্যাদি ইত্যাদি।
৭. উত্তর: আন্তর্জাতিক আইন।
৮. উত্তর: আন্তর্জাতিক আদালতে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না, শুধু এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে।
৯. উত্তর: আন্তর্জাতিক আদালতের প্রধান কাজ স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইনী বিরোধ নিষ্পত্তি করা এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইন বিষয়ে পরামর্শ দেয়া। আর, বিশেষ ট্রাইব্যুনাল আইসিসি সাধারণত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ইত্যাদি অপরাধের জন্য দায়ীদের অভিযুক্ত করে থাকে।
১০. উত্তর: আইসিজে স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইনী বিরোধ নিষ্পত্তি করার কাজ করে থাকে। আর, আইসিসি গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ইত্যাদি অপরাধে দায়ীদের অভিযুক্ত করে থাকে। এ দুটিই জাতিসংঘের বিশেষায়িত অঙ্গসংগঠন। অন্যদিকে ইন্টারপোল হলো জাতিসংঘ-এর পর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা।
১১. উত্তর: হ্যা, বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের সমুদ্র আইন বিষয়ক বিশেষ ট্রাইব্যুনাল ITLOS এ ২০০৮ সালে মায়ানমারের বিরুদ্ধে বঙ্গোপসাগরের জলসীমা বিরোধ বিষয়টি নিয়ে মামলা করে ও ২০১২ সালে বাংলাদেশের পক্ষে রায় পায়।
১২. উত্তর: আন্তর্জাতিক আদালত জাতিসংঘের বিশেষায়িত অঙ্গসংগঠন হিসেবে কাজ করে থাকে। আন্তর্জাতিক আদালতে মামলা করা যেতে পারে এরূপ দুইটি সাম্প্রতিক ইস্যু হতে পারে- কাশ্মীর সমস্যা, ফিলিস্তিন সংকট।
Thanks | ধন্যবাদ
DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639
No comments:
Post a Comment