❑ এমসিকিউ:
[] বাংলা
১—খ, ২—খ, ৩—খ, ৪—ঘ, ৫—গ, ৬—খ, ৭—গ, ৮—ক, ৯—গ, ১০—ঘ, ১১—খ, ১২—ক, ১৩—খ, ১৪—গ, ১৫—গ, ১৬—গ।
[] English
1—c, 2—b, 3—a, 4—b, 5—b, 6—d, 7—b, 8—d, 9—d, 10—a, 11—b, 12—d, 13—d, 14—b, 15—b, 16—a.
[] সাধারণ জ্ঞান
১—খ, ২—ক, ৩—খ, ৪—গ, ৫—ঘ, ৬—খ, ৭—খ, ৮—ঘ, ৯—ঘ, ১০—ঘ, ১১—গ, ১২—ক, ১৩—খ, ১৪—খ, ১৫—খ, ১৬—গ, ১৭—খ, ১৮—গ, ১৯—গ, ২০—খ, ২১—খ, ২২—খ, ২৩—খ, ২৪—ঘ, ২৫—ক, ২৬—খ, ২৭—গ, ২৮—খ।
❑ লিখিত:
1. উত্তরমালা—
ক) উত্তর: সৌন্দর্য নামক এক অপার শক্তি লোইসেলের ছিল কিন্তু তা প্রয়োগ করে তা থেকে উপযোগ পাওয়ার উপায় তার ছিল না। এই সৌন্দর্য্যের শক্তি তার কোনো কাজে আসেনি। ভেতরে বুলেট না থাকলে শক্তিশালী বন্দুকও যেমন শক্তিহীন তেমনি লোইসেলের বাবার আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তার এই সৌন্দর্য্যের শক্তি প্রয়োগ হতে পারেনি। ফলে কোনো বিশিষ্ট পুরুষের সাথে তার বিয়েও হতে পারেনি। তার সৌন্দর্য হয়েছে শুধুই তার গরীব স্বামীর উপভোগের বস্তু; এতে তার কোনো লাভ হয়নি। ফলে নারীর সর্বাপেক্ষা বড় শক্তি 'সৌন্দর্য' থাকার পরেও সে খুশি ছিল না।
খ) উত্তর: লোইসেল যেহেতু অপরূপ সুন্দরী ছিল তাই সহজাতভাবেই এই সৌন্দর্য্যের অধিকারী হওয়ায় তার মধ্যে একপ্রকার অহংকারবোধের জন্ম হয়েছিল; ফলে তার কাছে নিজেকে অনেক গুরুত্বপূর্ণ ও মূল্যবান ব্যক্তি মনে হয়েছিল এবং সেই যুক্তিতেই তার কাছে মনে হয়েছিল যেহেতু সে অনেক মূল্যবান ব্যক্তি তাই যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেসবের জন্যই তার জন্ম হয়েছে, অর্থাৎ জগতের সব সুন্দর, দামী, সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তুগুলো পাওয়া তার অধিকার।
গ) উত্তর: সুন্দরী হওয়ায় সহজাতভাবেই লোইসেলের মধ্যে এক ভুল বিশ্বাসের জন্ম হয়েছিল যে সুন্দর ও দামী জিনিসগুলোর জন্যই তার জন্ম আর এই ভুল বিশ্বাসই ছিল তার মনোকষ্ট ও আত্মতুষ্টিহীনতার প্রধান কারণ। আসলে মানুষ সুন্দর দেহ নিয়ে কিংবা ধনী পরিবারে জন্ম নিতেই পারে কিন্তু তাতে সুখী হওয়ায় কোনো নিশ্চয়তা নেই, সুখ বস্তুটা প্রভুর অপার দান; প্রভু যাকে এটা দেন শুধু সেই এটা পেয়ে থাকে। পরিশ্রমী কিংবা কর্ম অত্যুৎস্পৃহ হলেও প্রভু কারও নামে যা বরাদ্দ করে রেখেছেন সেই বরাদ্দের অতিরিক্ত কিছু সে অর্জন করতে পারে না। তেমনি সুন্দরী কিংবা ধনবান হলেও প্রভু কারও ভাগ্যে যা রাখেননি সেই সৌন্দর্য বা অর্থের শক্তি দিয়ে তা পাওয়া যায় না। তাই সৌন্দর্য্য কিংবা সম্পদের অধিকারী বলে আমি এই এই জিনিস পাবোই— এরূপ বিশ্বাস করাটা ভুল।
ঘ) উত্তর: লোইসেলের মতো অপরূপ সুন্দরী মেয়েকে আভিজাত্যময় সুন্দর গৃহেই সোভা পায়, গরীবের ভাঙা ঘরে নয়; তাই এই গরীব গৃহে জরাক্লিষ্ট আসবাবপত্রে লোইসেলের নিজেকে খুবই অস্তিত্ব লাগে এবং তার দরিদ্র স্বামীর গৃহের দরিদ্রময় আসবাবপত্র তার আত্মতুষ্ট থাকতে না পারার কষ্টকে বাড়িয়ে দিতো, যেমন— তার বাসকক্ষের দারিদ্র্য, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো এবং সে দুঃখিত ও ক্রুদ্ধ হতো। যে খর্বকায় ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছিল তাকে দেখলেই লোইসেলের মনে বেদনাভরা দুঃখ আর বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠতো।
2. উত্তরমালা—
ক) উত্তর: 'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কোনো ব্যক্তির সক্রিয় হয়ে নিজের কাজ নিজে করার গুরুত্ব প্রসঙ্গে উক্ত উক্তিতে বলেছেন যে 'নিজে নিস্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেতো, তাহলে এই দেশ এতোদিন পরাধীন থাকতো না'। অনেকে গুরুকে ভক্তি করেই নিজের কাজ শেষ মনে করেন ফলে সে ব্যক্তি বা সেই জাতি সিদ্ধি লাভ করতে পারে না। অনেক ব্যক্তি আছেন যারা ধর্মগুরুকে খুব শ্রদ্ধা করেন এবং ধর্মগ্রন্থকে খুব ভক্তি সহকারে যত্ন করে রাখেন, কারণ এটি প্রভুর নির্দেশনামা। কিন্তু সেই গ্রন্থে লেখা ধর্মের বিধানগুলো তারা মেনে চলেন না। ফলে ধর্মের আসল স্বাদ ও সুফল তারা ভোগ করতে পারেন না; এর একমাত্র কারণ নিজে সক্রিয় হয়ে কাজ না করা। বাঙালি যদি সক্রিয় হয়ে জনযুদ্ধ করতো তাহলে পলাশীর যুদ্ধে স্বাধীনতা হারিয়ে এদেশেকে দুইশত বছর পরাধীন থাকতে হতো না।
খ) উত্তর: ঐকতান কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সংকীর্ণতা ও সীমাবদ্ধতার নানা দিক তুলে ধরতে গিয়ে যেসব পংক্তির অবতারণা করেছেন তার মধ্যে অন্যতম একটি পংক্তি হলো 'অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে — সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে'; উক্ত উক্তিতে কবি বুঝাতে চেয়েছেন যে, আমরা অনেক অভিজাত ব্যক্তি আছি যারা নিজেকে খুব বেশি সম্মানিত করে প্রতিষ্ঠিত রাখতে এক নির্বাসিত অবস্থায় নিজেদের বন্দী করে অনেকটা নিঃসঙ্গ একাকী করে রেখেছি অথচ আমরা চাইলেই সাধারণ মানুষের সাথে মিশে আরও অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারতাম এবং আরও বেশি মূল্যবোধ, মানসিক প্রশান্তি ও জীবনবোধের স্নিগ্ধ অনুভূতি পেতে পারতাম। সমাজের এই উচ্চ মঞ্চে বসাটা অনেকটা উঁচু দালানের ভেতরে আবদ্ধ হয়ে সংকীর্ণ জানালা দিয়ে প্রকৃতি দেখার সুখ নেওয়ার মতো, অথচ এই সংকীর্ণতা না থাকলে মুক্ত প্রকৃতিতে এসে উন্মুক্ত প্রকৃতির সুখ উপভোগ করা যেতো।
3. উত্তর: শিশুদের শিক্ষার অধিকার বলতে এটাও বোঝায় যে তারা যে স্কুলে যাবে সেখানে একটি আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশ পাবে যেখানে সবাই আনন্দঘন সময় উপভোগ করবে। শিক্ষকরা হবেন সদয়, যত্নশীল এবং সাহায্যকারী এবং শিশুরা স্বস্তি অনুভব করবে। তাদেরকে কোনো রূঢ় কথা বলা হবে না এবং শিখতে অক্ষমতা সম্পন্ন শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হবে।
4. নমুনা উত্তর:
নেপথ্যে = আমার সফলতার নেপথ্যে ছিল স্বপ্ন ও অনুপ্রেরণা।
মনুষ্যত্ব = তুমি এতো বড় মনুষ্যত্বের পরিচয় কী করে দিলে?
স্থুলবুদ্ধি = স্থুলবুদ্ধির লোককে দিয়ে এতো সুক্ষ্ম পরিকল্পনা করা সম্ভব হবে না।
প্রগলভ = স্যারের সাথে এরূপ প্রগলভ কথাবার্তা বলিও না।
প্রজ্বলিত = আমার ভালোবাসা এক প্রদীপের মতো প্রজ্বলিত সত্য।
5. Answer : "The Pace Movement"
A peace movement is a social movement that tends to end wars, minimize violence, ban guns and achieve world peace. Diplomacy, creating open govt., democracy, making laws, etc may be the means to achieve goals. It is an 'anti-war movement' that suggests not to wage war on each other and considers military power is not the equivalent of justice. In the USA the first peace movement was the New York Peace Society" founded in 1815 while the "London Peace Society" was formed in 1816 to promote peace. In 1840, British women formed "Olive leaf Circles" groups of 15 to 20 members. The ideal of peaceable arbitration and the creation of an international institutioon were two aims decided by the International Peace Congress in London. Afterwards, many organizations were set up like the United Nations as everyone wants peace and likes the principles of non-violence.
6. Answer:
i) critically
ii) barrage
iii) everywhere
iv) empowers
v) decision
7. Model Answer:
Public figure = Nelson Mandela was a public figure.
Diplomacy = American diplomacy is full of intelligence.
Implementation = Implementation of metro rail project will make the Dhaka city's intra communication very fast.
Phenomenon = Globalization is a very popular phenomenon now.
Protestation = Government can not avoid any public protestation.
Thanks | ধন্যবাদ
DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639
No comments:
Post a Comment