❑ এমসিকিউ:
[] বাংলা:
১—ক, ২—ক, ৩—খ, ৪—খ, ৫—গ, ৬—গ, ৭—খ, ৮—ঘ, ৯—খ, ১০—ক, ১১—খ, ১২—খ, ১৩—খ, ১৪—খ, ১৫—ঘ।
[] English:
1—d, 2—b, 3—a, 4—d, 5—b, 6—b, 7—b, 8—a, 9—b, 10—b, 11—d, 12—a, 13—b, 14—b, 15—c.
[] সাধারণ জ্ঞান:
১—গ, ২—গ, ৩—গ, ৪—ঘ, ৫—খ, ৬—গ, ৭—খ, ৮—ক, ৯—ঘ, ১০—গ, ১১—খ, ১২—ঘ;
১৩—ক, ১৪—খ, ১৫—ঘ, ১৬—গ, ১৭—খ, ১৮—গ, ১৯—খ, ২০—খ, ২১—গ, ২২—খ, ২৩—ঘ, ২৪—ক;
২৫—ঘ, ২৬—ক, ২৭—ঘ, ২৮—ক, ২৯—গ, ৩০—ঘ।
❑ লিখিত:
[] বাংলা:
১. উত্তর: 'সংবাদ' ও 'গবেষণা' হলো রূঢ়ি শব্দ; রূঢ়ি শব্দ হলো যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে গঠিত হয়ে মূল শব্দের প্রকৃতিগত অর্থ না বুঝিয়ে ভিন্ন অর্থ বুঝায়। 'সংবাদ' এর শাব্দিক অর্থ সন্দেশ আর বাস্তবিক অর্থ খবর; তেমনিভাবে গবেষণা-এর প্রকৃতিগত অর্থ গরু খোঁজাখুঁজি করা কিন্তু বাস্তবিক অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।
২. উত্তর: অপিনিহিতি হলো পরের ই-কার আগে উচ্চারিত হওয়া কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হওয়া, যেমন- আজি > আইজ, সাধু > সাউধ ইত্যাদি আর, মধ্য স্বরাগম হলো, সংযুক্ত ব্যঞ্জনধনির মাঝখানে স্বরধ্বনির আগমন। যেমন- প্রীতি > পিরীতি, স্বপ্ন > স্বপন ইত্যাদি।
৩. উত্তর: ঋ-কার ও র-এর পরে ষ হয়, যেমন- বৃষ্টি, উৎকৃষ্ট, আকর্ষণ ইত্যাদি এবং ট এবং ঠ - এর সাথে যুক্তব্যঞ্জন গঠনে 'ষ' ব্যবহৃত হয়, যেমন- কষ্ট, স্পষ্ট, কাষ্ঠ ইত্যাদি। ইত্যাদি।
৪. উত্তর: 'আলি' প্রত্যয়যোগে গঠিত শব্দে ই-কার (ি) হবে, যেমন- মিতালি, সোনালি, রুপালি ইত্যাদি এবং শব্দের শেষে বিগর্স (ঃ) থাকবে না যেমন—কার্যত, প্রথমত, প্রধানত, প্রায়শ, মূলত ইত্যাদি।
৫. উত্তর: পুনর্নির্ধারণ, অন্তঃসত্ত্বা।
৬. উত্তর: সুমনের সাথে রাশেদের খুব সখ্য ছিল।
৭. উত্তর: মুক্তিযুদ্ধ = মুক্তির নিমিত্তে যুদ্ধ, মঙ্গলবার্তা= মঙ্গল নির্দেশক বার্তা।
৮. উত্তর: কৃৎ প্রত্যয়যোগে সাধিত: পঠিতব্য, বাঁধা, লেখক।
তদ্ধিত প্রত্যয়যোগে সাধিত: ঢাকাই, মিতালি, মেঘলা।
৯. উত্তর: ৫টি; যথা- অ (অনেক), অনু (অনুরোধ), বি (বিরত), প্রতি (প্রতিবন্ধকতা), অব (অবস্থান)।
১০. উত্তর: আধুনিক বিজ্ঞানের আজকের বিস্ময়কর আবিষ্কারসমূহ যেমন- কম্পিউটার, স্যাটেলাইট, রোগনির্ণয়ের মেশিনসমূহ ইত্যাদি দুইশত বছর আগে কল্পনাতীত ছিল। সেই সময়ে শিক্ষার ঝোঁক ছিল সাহিত্য ও দর্শন এর প্রতি। আজকের ঝোঁক বিজ্ঞান ও ব্যবসায় অধ্যয়নের প্রতি।
[] English:
1. Answer: The main theme of the passage is to make us alert about the importance of being wise and skillful for existing in today's competitive world.
2. Answer: The term "Survival of the fittest" in the passage means the skillful and smart persons will be existed in the competitive world and the unfit persons will be fallen down under the bottomless hole of time.
3. Answer: Four, independence
4. Answer: Kuakata is locally known as Sagar Kannya (Daughter of Sea).
5. Answer: came, visiting
6. Answer: was, he
7. Answer: This is canning fox that was passing through a forest.
8. Answer: have I
9. Answer: He left the place bag and baggage.
10. Answer: Jahangir acted for Ajmatullah at the election of Gazipur city corporation.
[] সাধারণ জ্ঞান ও আইকিউ:
১. উত্তর: ৪ বার। মোগল আমলে ১৬১০ সালে সুবাদার ইসলাম খাঁনের সময় 'বাংলা' প্রদেশের রাজধানী হয় ঢাকা। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশের রাজধানী হয় ঢাকা। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর পূর্ব পাকিস্তানের রাজধানী হয় ঢাকা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন বাংলাদেশের রাজধানী হয় ঢাকা।
২. উত্তর: 'সোয়াচ আব নো গ্রাউন্ড' হলো বঙ্গোপসাগরে অবস্থিত একটি গভীর সামুদ্রিক খাদ।
৩. 'সোমপুর মহাবিহার' নওগাঁর পাহাড়পুরে অবস্থিত। এটি পাহাড়পুর বৌদ্ধ বিহার নামে পরিচিত।
৪. উত্তর: বাংলাদেশের সর্বশেষ জিআই সনদ লাভকারী পণ্য চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম।
৫. উত্তর: ২০২১ সালের শেষদিকে।
৬. উত্তর: ৬ষ্ঠ।
৭. উত্তর: জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
৮. উত্তর: সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায় ১৯৯১ সালে।
৯. উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তি ছিল জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক ও বুলগেরিয়া আর মিত্রশক্তি ছিল ফ্রান্স, বৃটেন, রাশিয়া, ইতালি, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, সার্বিয়া, গ্রিস ইত্যাদি।
১০. উত্তর: ঘূর্ণিঝড় ফণীতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয় ভারতের ওডিশা প্রদেশ।
১১. উত্তর: উরসুলা ভন ডার লেন। তিনি জার্মানির প্রতিরক্ষামন্ত্রী।
১২. উত্তর: ২০২৪ সালে।
১৩. উত্তর: যখন নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না অর্থাৎ এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন লাভ করতে পারে না তখন মন্ত্রীসভায় সব দলের অংশগ্রহণে যে সরকার গঠিত হয় তাকে কোয়ালিশন সরকার বলে; এই সরকারে কখনও কোনো দল সমর্থন ত্যাগ করলে সরকারের পতন ঘটে; তাই এরূপ পার্লামেন্টকে ঝুলন্ত পার্লামেন্ট বলে।
১৪. উত্তর: বিচার বিভাগের স্বাধীনতা বলতে নির্বাহী বিভাগ তথা শাসন বিভাগ হতে বিচার বিভাগকে পৃথক করা ও বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখাকে বুঝায়।
১৫. উত্তর: গণপরিষদ (Constituent Assembly): কোনো দেশ স্বাধীন হওয়ার পর কিংবা বিপ্লবের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের পর সেই দেশের জন্য পূর্ণাঙ্গ ও স্থায়ী সংবিধান তথা শাসনতন্ত্র তৈরির উদ্দেশ্যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে যে অস্থায়ী আইনসভা গঠিত হয় তাকে গণপরিষদ বলে।
স্বাধীন বাংলাদেশে গণপরিষদ গঠিত হয় ১৯৭২ সালে।
১৬. উত্তর: ১২০ ডিগ্রী। বৃত্তের কেন্দ্রে ৩৬০ ডিগ্রী কোণ উৎপন্ন হয় যাকে ১২ ভাগ করলে প্রতিটি ভাগে ৩০ ডিগ্রি করে পড়ে। ১২টার ঘর তথা জিরো পয়েন্ট হতে ৪টার ঘরের দূরত্ব ৪। তাই ৪× ৩০= ১২০ ডিগ্রি হবে।
১৭. উত্তর: ৬ জন। এখানে, প্রত্যেকের একজন বোন আছে মানে তিনজনেরই একজন বোন আছে। পরিবারের বোন তো আর আলাদা আলাদা করে হয় না; একজনের বোন থাকলে সে অন্যদেরও বোন হয়।
১৮. উত্তর: ১০ বছর= ৩৬৫×১০= ৩৬৫০ দিন আর এর মধ্যে লিপ ইয়ার ২ দিন; এই মোট =৩৬৫২ দিন।
তবে, প্রথম দুই বছরের মধ্যেই লিপ ইয়ার থাকলে সেক্ষেত্রে লিপ ইয়ার হবে ৩টি = ৩ দিন, তখন উত্তর হবে ৩৬৫৩ দিন।
১৯. উত্তর: বাংলা ভাষাতত্ত্বে 'যে মেয়ের বিয়ে হয় নি' তাকে কুমারী বলা হয়। আর বিজ্ঞানের টার্মে যে মেয়ে কখনও যৌনমিলনে লিপ্ত হয়নি তাকে কুমারী বলে।
তবে কেউ কখনও ধর্ষণের শিকার হলে তাকে আর কুমারী বলা হয় না, তাকে ধর্ষিতা বলে।
২০. উত্তর: "Smartness হলো Smart শব্দটির বিশেষ্যপদ। অভিধানের ভাষায় Smart শব্দটির বাংলা অর্থ— চৌকস; অর্থাৎ, একটি কাজে থাকা অবস্থাতেও চারদিকের সবকিছু সম্পর্কে যে সজাগ থাকে এবং কোনোকিছু খুব দ্রুত ধরে ফেলতে পারে তাকে স্মার্ট বলে।
স্মার্ট শব্দটির ভাবার্থ চটপটে।
তবে কিছু লোক আছে যারা শুধুই দ্রুত কিছু করতে ধরে ও তাড়াহুড়া করে বিভিন্ন জিনিস নষ্ট করে; এটা স্মার্টনেস নয়, এটা অস্থিরতা।
যে স্মার্ট সে সবসময়ই সচেতন ও যত্নশীল। এ দুটি গুণ না থাকলে স্মার্ট হওয়া যায় না।
সময়ের কাজ সময়ে যে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে তাকে স্মার্ট বলে।"
Thanks | ধন্যবাদ
DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639
No comments:
Post a Comment