Saturday, June 15, 2019

ক্যামাট—১ : ২০১৯-২০ এর উত্তরপত্র


❑ এমসিকিউ:

[] বাংলা:
১-খ, ২-খ, ৩-ক, ৪-ক, ৫-গ, ৬-ক, ৭-ক, ৮-গ, ৯-ক, ১০-ঘ, ১১-খ, ১২-খ, ১৩-গ, ১৪-ঘ, ১৫-ক।


[] English:
1-a, 2-d, 3-d, 4-b, 5-b, 6-b, 7-a, 8-b, 9-b, 10-b, 11-c, 12-b, 13-c, 14-d, 15-c.


[] সাধারণ জ্ঞান:
১-ক, ২-খ, ৩-ঘ, ৪-খ, ৫-গ, ৬-খ, ৭-ক, ৮-খ, ৯-খ, ১০-গ, ১১-খ, ১২-খ;
১৩-খ, ১৪-ক, ১৫-ক, ১৬-ক, ১৭-ক, ১৮-গ, ১৯-ক, ২০-খ, ২১-গ, ২২-গ, ২৩-খ, ২৪-খ;
২৫-ঘ, ২৬-ঘ, ২৭-গ, ২৮-ঘ, ২৯-খ, ৩০-খ।



❑ লিখিত:

[] বাংলা:

১. উত্তর: রূঢ়ি শব্দ হলো যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে। যেমন- প্রবীণ, গবেষণা ইত্যাদি।
অন্যদিকে, যোগরূঢ় শব্দ হলো সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে। যেমন- পঙ্কজ, জলধি ইত্যাদি।

২. উত্তর: তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয় অর্থাৎ, খাঁটি বাংলা শব্দগুলো বাংলা শব্দের উৎসভিত্তিক শ্রেণিবিভাগে তদ্ভব শ্রেণিতে পড়ে। যেমন- হাত (হস্ত > হন্থ > হাত), চাঁদ (চন্দ্র > চন্দ > চাঁদ) ইত্যাদি।

৩. উত্তর: (১) ঋ, র, ষ - এর পরে মূর্ধন্য 'ণ' হয়। যেমন- কারণ, ভাষণ ইত্যাদি।
(২) যুক্তব্যঞ্জনে ট-বর্গের বর্ণ ট ঠ ড ঢ - এর আগের ন-ধ্বনি মূর্ধন্য 'ণ' হয়। যেমন- ঘণ্টা, কণ্ঠ ইত্যাদি।

৪. উত্তর: আর্দ্রতা, আন্তঃনগর।
৫. উত্তর: সে একটি অল্পবয়সী ছেলে।

৬. উত্তর: প্রেমিক। সেবক এর স্ত্রীলিঙ্গ সেবিকা এবং গ্রাহক এর স্ত্রীলিঙ্গ গ্রহীতা। 'রাষ্ট্রপতি' সবসময়ই নিত্য পুরুলিঙ্গ। আর 'প্রেমিক' কিছু কিছু ক্ষেত্রে নিত্য পুরুষলিঙ্গ হয়ে থাকে, যেমন- দেশপ্রেমিক, বৃক্ষপ্রেমিক, পক্ষীপ্রেমিক ইত্যাদি।

৭. উত্তর: শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে, যেমন- রিকশা > রিশকা, লাফ > ফাল ইত্যাদি।
অন্যদিকে, পাশাপাশি সমউচ্চরণের দুটো ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পাওয়াকে ব্যঞ্জনচ্যুতি বলে, যেমন- বউদিদি > বউদি, বড় দাদা > বড়দা ইত্যাদি।

৮. উত্তর: আপেল বললেন, "বাবা বলেছিলেন, 'তুমি আমার ছেলে, তোমাকে এ প্লাস পেয়ে আমার মান ঠিক রাখতে হবে'।"

৯. উত্তর: ৩ টি; যথা- প্র (প্রকৃতি, প্রভৃতি), উপ (উপহার, উপসাগর), প্রতি (প্রতিদিন)।

১০. উত্তর: সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে। এখন সকাল ১০:০০ টা এবং বৃষ্টি চলছেই। প্রায় সকল শিক্ষার্থীই স্কুলে অনুপস্থিত। তাই, আজকের ক্লাসসমূহ বাতিল করা হয়েছে।



[] English:

1. Answer: The passage is about a problem.
2. Answer: addicting
3. Answer: (a) free  (b) live  (c) rights
4. Answer: Soviet Union
5. Answer: (a) were   (b) could
6. Answer: (a) have   (b) me
7. Answer: don't I?
8. Answer: Let the window be opened.
9. Answer: I ordered someone to do it.
10. Answer: Winning the game Bangladesh team ate Chinese-food joyfully.



[] সাধারণ জ্ঞান ও আইকিউ:

১. উত্তর: খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা এই তিন জেলায়।
২. উত্তর: (ক) ছাপ্পান্ন হাজার   (খ) ড. হুমায়ূন আজাদ

৩. উত্তর: বাংলাদেশের রাষ্ট্রীয় নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ; People's Republic of Bangladesh.

৪. উত্তর: রীতা গাঙ্গুলী দাস; পশ্চিমবঙ্গের।
৫. উত্তর: ময়মনসিংহ মেডিকেল কলেজ; ১২ এপ্রিল ২০১৯ তে সফরে আসেন এবং বাংলাদেশিদের সাথে বাংলা নববর্ষ উৎযাপন করেন।

৬. উত্তর: বিজিএমইএ হলো— বাংলাদেশের তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন; বিজিএমইএ এর প্রথম নারী সভাপতি 'রুবানা হক'।

৭. উত্তর: লোকসভার নির্বাচনী আসন সংখ্যা ৫৪৫ টি, তবে বর্তমানে ৫৪৩ টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়; বাকি দুটি আসন ভারতের অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য সংরক্ষিত৷ তাদের দুই প্রতিনিধি কে হবেন, তা ঠিক করেন ভারতের রাষ্ট্রপতি।

৮. উত্তর: ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া, জার্মানি ইত্যাদি।
৯. উত্তর: ভারত-ল্যাটিন আমেরিকা, ইত্যাদি।
১০. উত্তর: লন্ডনের অক্সফোর্ড সাকার্সে।
১১. উত্তর: উই আর ডিসপ্লেসড।
১২. উত্তর: ইংল্যান্ড-ওয়েলস; ১২ তম আয়োজন।

১৩. উত্তর: মানবসম্পদ বলা হয় শ্রমশক্তিসম্পন্ন মানুষকে। যে দেশের যতো বেশি মানুষ শ্রমশক্তিসম্পন্ন সে দেশ তত বেশি মানবসম্পদ সম্পন্ন।

১৪. উত্তর: স্থানীয় স্বায়ত্তশাসনের অর্থ হল যখন স্থানীয় সরকারগুলোর কেন্দ্রীয় সরকারের নিযুক্ত কর্মকর্তাদের দ্বারা পরিচালিত না হয়ে এলাকার জনসাধারণের প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভোটে নির্বাচিত অথবা সরকার কর্তক মনোনীত স্থানীয় প্রতিনিধিবৃন্দের দ্বারা পরিচালিত।
যেমন: ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ইত্যাদি।

১৫. উত্তর: ট্রাইব্যুনাল হলো সংবিধান বা অন্য কোনো আইন দ্বারা গঠিত এক ধরনের বিশেষ বিচারিক প্রতিষ্ঠান, যেটি নির্দিষ্ট কিছু বিষয় নিষ্পত্তির কাজ করে থাকে।

১৬. উত্তর: ৮ম জন। ব্যাখ্যা: প্রথমজন স্টাইক প্রান্তে এবং দ্বিতীয়জন ননস্টাইক প্রান্তে থাকা অবস্থায়—
১ম বলে আউট হবে ১ম জন।
২য় ------------- ৩য় জন
৩য় ------------- ৪র্থ জন
৪র্থ ------------- ৫ম জন
৫ম ------------- ৬ষ্ঠ জন
৬ষ্ঠ ------------- ৭ম জন
ওভার হওয়ার ফলে ২য় জন স্টাইকে আসবে এবং ৮ম জন ননস্টাইকে থাকবে।
৭ম ------------- ২য় জন
৮ম ------------- ৯ম জন
৯ম ------------- ১০ জন
অতএব, অপরাজিত থাকবে ৮ম জন।

১৭. উত্তর: ১০০০ টাকা। যে ১০০০ টাকার জাল নোটটি দিয়েছিল সেটাই তার লস। অন্যভাবে হিসাব করতে গেলে ৮০০ টাকা লস এবং সেইসঙ্গে ২০০ টাকার মালামাল লস; যা টাকার অংকে মোট ১০০০ টাকা লস।

১৮. উত্তর: S ; Sundarbans, Shat Gambuj Mosque.

১৯. উত্তর: R ; চিত্রে দেখানো হলো→


২০. উত্তর: বয়ফ্রেন্ডের চোখে গার্লফ্রেন্ড হলো শখের এবং আদরের জিনিস; গার্লফ্রেন্ডের চোখে বয়ফ্রেড হলো ব্যক্তিগত ভলান্টিয়ার। বরের চোখে বউ হলো সম্পত্তি; আর বউয়ের চোখে বর হলো স্বামী।

Thanks  |  ধন্যবাদ


DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Tuesday, June 4, 2019

প্রীতি মডেল টেস্ট ২০১৯ এর উত্তরমালা


বাংলা—
১-খ, ২-খ, ৩-গ, ৪-খ, ৫-ক, ৬-খ, ৭-খ, ৮-গ, ৯-ঘ, ১০-ক, ১১-গ, ১২-গ, ১৩-ক, ১৪-ঘ, ১৫-গ, ১৬-গ, ১৭-গ, ১৮-ক, ১৯-গ, ২০-গ, ২১-ক, ২২-ক, ২৩-গ, ২৪-খ, ২৫-গ।

English:—
1-b, 2-b, 3-b, 4-b, 5-a, 6-d, 7-b, 8-c, 9-b, 10-c, 11-c,12-d, 13-b, 14-a, 15-b, 16-d, 17-d, 18-b, 19-a, 20-c, 21-c, 22-a, 23-b, 24-c, 25-d.

সাধারণ জ্ঞান—
১-গ, ২-খ, ৩-খ, ৪-খ, ৫-ক, ৬-খ, ৭-গ, ৮-খ, ৯-খ, ১০-খ, ১১-খ, ১২-গ, ১৩-গ, ১৪-গ, ১৫-ক, ১৬-খ, ১৭-গ, ১৮-খ, ১৯-খ, ২০-খ;
২১-গ, ২২-ক, ২৩-ক, ২৪-ঘ, ২৫-গ, ২৬-খ, ২৭-গ, ২৮-খ, ২৯-খ, ৩০-খ, ৩১-খ, ৩২-ক, ৩৩-ক, ৩৪-খ, ৩৫-ক, ৩৬-ক, ৩৭-খ, ৩৮-গ, ৩৯-খ, ৪০-গ;
৪১-গ, ৪২-খ, ৪৩-খ, ৪৪-গ, ৪৫-খ, ৪৬-খ, ৪৭-ক, ৪৮-খ, ৪৯-খ, ৫০-খ।

Thanks  |  ধন্যবাদ


DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639